Logo Logo

দীর্ঘ ৩০ বছর কারাভোগ শেষে মুক্ত এমরানুল খানের পুনর্বাসনে ৫০ হাজার টাকার অনুদান


Splash Image

দীর্ঘ ৩০ বছর কারাভোগ শেষে মুক্তিপ্রাপ্ত এমরানুল ইসলাম খানের পুনর্বাসনের লক্ষ্যে ব্যবসায়িক পুঁজি হিসেবে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা অনুদান প্রদান করেছে অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতি, নেত্রকোণা।


বিজ্ঞাপন


দীর্ঘ ৩০ বছর কারাভোগ শেষে মুক্তিপ্রাপ্ত এমরানুল ইসলাম খানের পুনর্বাসনের লক্ষ্যে ব্যবসায়িক পুঁজি হিসেবে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা অনুদান প্রদান করেছে অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতি, নেত্রকোণা।

জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে অনুদানের চেকটি প্রদান করেন নেত্রকোণা জেলার জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।

‎এসময় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. শাহ আলম এবং প্রবেশন অফিসার মোঃ রফিক উদ্দিন।

‎অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির পক্ষ থেকে জানানো হয়— এই উদ্যোগের মাধ্যমে মুক্তিপ্রাপ্ত ব্যক্তিদের সমাজে পুনর্বাসিত করে স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ তৈরি করা হচ্ছে।

‎জেলা প্রশাসক বলেন, আমরা আশা করি, দীর্ঘ কারাভোগের পর এমরানুল ইসলাম খান সুস্থ ও সুন্দর জীবনে ফিরে আসবেন। তাঁর জন্য দোয়া ও শুভকামনা রইল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...