ছবি: সংগৃহীত।।
বিজ্ঞাপন
বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের দায়িত্ব থেকে এক বছরের মাথায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন। চুক্তির মেয়াদ আরও বাকি থাকলেও তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। ঠিক তার আগের দিনই (৪ নভেম্বর) আসন্ন আয়ারল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পান সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। ফলে দুইজনের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হলেও আশরাফুল জানিয়েছেন, তাদের মধ্যে কোনো বিরূপতা নেই। ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে আশরাফুল বলেন, “সবার সঙ্গেই আমার ভালো সম্পর্ক রয়েছে। সালাউদ্দিন ভাইয়ের সঙ্গেও সম্পর্ক ভালো। আমি যখন অধিনায়ক ছিলাম তখনও তিনি কোচিং করিয়েছেন। তাই যেমনটা ভাবা হচ্ছে, তেমন কিছু নয়।”
গত বছরের ৫ নভেম্বর বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন সালাউদ্দিন। ঠিক এক বছর পর, অর্থাৎ ৫ নভেম্বর, তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে পদত্যাগপত্র জমা দেন। তার মেয়াদকালে দলের ব্যাটিং পারফরম্যান্সে দেখা গেছে অধারাবাহিকতা, যার ফলে ফর্মে থাকা অনেক ব্যাটারও ছন্দ হারিয়েছেন। সেই প্রেক্ষাপটে বিশেষজ্ঞ ব্যাটিং কোচ হিসেবে আশরাফুলকে নিয়োগ দিয়েছে বিসিবি। এক সময়ের ‘পোস্টারবয়’ হিসেবে পরিচিত আশরাফুল ১১ বছর পর নতুন ভূমিকায় জাতীয় দলের ড্রেসিংরুমে ফিরছেন।
নিজের প্রত্যাবর্তন নিয়ে আশরাফুল বলেন, “ক্রিকেট ছাড়ার পর গত দুই বছর ধরেই কোচিং নিয়ে পরিকল্পনা করছিলাম। মাঠের সঙ্গেই থাকতে চেয়েছি, তাই কোচিংয়ে এসেছি। আবারও বাংলাদেশের ড্রেসিংরুমে ফিরতে পেরে খুবই খুশি। এখানে অনেক কোচের অধীনে খেলেছি, অনেক কিছু দেখেছি। এখন সেই অভিজ্ঞতাগুলো বর্তমান ক্রিকেটারদের সঙ্গে ভাগাভাগি করতে চাই।”
তিনি আরও জানান, খেলোয়াড়ী জীবনের সাফল্য-ব্যর্থতা এবং ফর্মের ওঠানামার অভিজ্ঞতা থেকেই ক্রিকেটারদের মানসিকভাবে শক্তিশালী করতে চান। আশরাফুলের ভাষায়, “কৌশলগত দিকের চেয়ে মানসিকভাবে দৃঢ় হওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। জাতীয় দলের ড্রেসিংরুমে আমি মূলত এই বিষয়েই কাজ করব। মানসিকভাবে স্থির থাকলে পারফরম্যান্সও সহজ হয়ে যায়।”
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...