ছবি: সংগৃহীত।।
বিজ্ঞাপন
আগামী বিপিএল আসরকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে অংশগ্রহণকারী পাঁচটি দল। নিলামের আগেই তারা নিজেদের স্কোয়াড শক্তিশালী করতে ব্যস্ত সময় পার করছে। এরই মধ্যে রাজশাহী ফ্র্যাঞ্চাইজি ঘোষণা করেছে তাদের প্রধান কোচের নাম এবং দলে ভিড়িয়েছে জাতীয় দলের এক তারকা ক্রিকেটারকে। গণমাধ্যম সূত্রে জানা গেছে, বাংলাদেশ জাতীয় দলের ওপেনার তানজিদ হাসান তামিমকে দলে নিয়েছে রাজশাহী। তরুণ এই ব্যাটার ইতোমধ্যেই দেশের জার্সিতে ৪২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১২৮ স্ট্রাইকরেটে করেছেন ১০৫৬ রান। বিপিএলে তার পারফরম্যান্স আরও উজ্জ্বল— এখন পর্যন্ত তিন দলের হয়ে ২৬ ইনিংসে ১৩৭ স্ট্রাইকরেটে করেছেন ৮৮০ রান। সবশেষ আসরে ঢাকার হয়ে ১২ ম্যাচে ১৪০-এরও বেশি স্ট্রাইকরেটে ৪৪ গড়ে করেছিলেন ৪৮৫ রান, যা তাকে অন্যতম ধারাবাহিক ব্যাটার হিসেবে পরিচিতি দিয়েছে।
এর আগে, বিপিএল গভর্নিং কাউন্সিলের সভার পর পাঁচটি ফ্র্যাঞ্চাইজির মালিকানা চূড়ান্ত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রংপুর রাইডার্সের মালিকানা পেয়েছে বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস, চট্টগ্রামের মালিকানা গেছে ট্রায়াঙ্গাল সার্ভিসের হাতে, রাজশাহী পেয়েছে নাবিল গ্রুপ, সিলেট পেয়েছে ক্রিকেট উইথ সামি এবং ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেয়েছে চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান)।
মালিকানা নিশ্চিত হওয়ার পরই নতুন মৌসুমের প্রস্তুতি শুরু করেছে রাজশাহী ফ্র্যাঞ্চাইজি। দলটির প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন সাবেক জাতীয় ওপেনার ও বিসিবির সাবেক নির্বাচক হান্নান সরকার। বর্তমানে তিনি বিসিবির অনূর্ধ্ব-১৭ দলের প্রধান কোচ হিসেবে কাজ করছেন। তার অভিজ্ঞতা ও তানজিদ হাসানের মতো তরুণ তারকাদের যোগদান রাজশাহীকে নতুন আসরে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে গড়ে তুলতে পারে বলে মনে করা হচ্ছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...