Logo Logo

জাহানারার যৌন হয়রানির গুরুতর অভিযোগ, তদন্তে বিসিবি


Splash Image

বামে কোচ মঞ্জুরুল ইসলাম ও ক্রিকেটার জাহানারা আলম।

জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক পেসার জাহানারা আলমের তোলা যৌন হেনস্থার ‘বিস্ফোরক’ অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (৬ নভেম্বর) গভীর রাতে এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, এই গুরুতর অভিযোগ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।


বিজ্ঞাপন


সম্প্রতি অস্ট্রেলিয়া প্রবাসী এই ক্রিকেটার দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক নির্বাচক, বোর্ড কর্মকর্তা ও বর্তমান সতীর্থ খেলোয়াড়দের বিরুদ্ধে গুরুতর সব অভিযোগ আনেন, যার মধ্যে যৌন হয়রানির মতো বিষয়ও রয়েছে।

জাহানারার অভিযোগ

জাহানারা তার সাক্ষাৎকারে সাবেক নির্বাচক মঞ্জুরুল মঞ্জু এবং প্রয়াত নারী দল ইনচার্জ তৌহিদ মাহমুদের বিরুদ্ধে সরাসরি শারীরিক নির্যাতনের অভিযোগ তোলেন।

সাবেক নির্বাচক মঞ্জুরুলকে নিয়ে জাহানারা বলেন, "উনি (মঞ্জুরুল ইসলাম) একদিন আমার কাছে আসলেন, আমার কাঁধে হাত রেখে বলছিলেন, তোর পিরিয়ডের কতদিন চলছে। পিরিয়ড শেষ হলে বলিস, আমার দিকটাও তো দেখতে হবে। পিরিয়ড শেষ হলে, যখন ডাকবো চলে আসিস।"

মঞ্জুরুলকে নিয়ে তিনি আরও বলেন, "বিশ্বকাপের কিছু ম্যাচে যখন আমরা লাইনে হ্যান্ডশেক করি, তখন তিনি (মঞ্জুরুল) হ্যান্ডশেক না করে জড়িয়ে ধরতেন।"

জাহানারার অভিযোগের তালিকায় আরও রয়েছেন— ম্যানেজার ফাইয়াজ, কর্মকর্তা বাবু, কোচ ইমন এবং বর্তমান জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, পিংকি, নাহিদা ও রিতুমনি।

তদন্ত কমিটি গঠন বিসিবির

জাহানারার এই সাক্ষাৎকারের পর বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১২টায় বিসিবি এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, "গণমাধ্যমে উত্থাপিত কিছু ব্যক্তির বিরুদ্ধে অনিয়মের অভিযোগকে বিসিবি উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছে।"

বিবৃতিতে বলা হয়, "বিষয়টি সংবেদনশীল হওয়ায় বিসিবি অভিযোগগুলো সম্পূর্ণভাবে তদন্তের জন্য একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। কমিটিটি ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন ও সুপারিশ জমা দেবে।"

বিসিবি আরও জানায়, "বোর্ড সর্বদা তার খেলোয়াড় ও কর্মীদের জন্য একটি নিরাপদ, সম্মানজনক ও পেশাদার পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর। তদন্তের ফলাফলের ভিত্তিতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।" একইসাথে তদন্ত প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত গণমাধ্যমকে অনুমাননির্ভর প্রতিবেদন থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে বোর্ড।

এর আগে জাহানারা আলম জাতীয় দলে নিজের ‘বঞ্চনার’ কথা তুলে ধরে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় এবার তিনি যৌন হেনস্থার অভিযোগ আনলেন।

এ বিষয়ে বিসিবির একজন শীর্ষ পরিচালক গণমাধ্যমকে জানিয়েছেন, "এখন যেভাবে আসলে অভিযোগগুলো আসছে, অনেকের বিরুদ্ধে, এগুলো নিয়ে অবশ্যই আলোচনার বিষয় রয়েছে। এটা অবশ্যই বোর্ডে তোলা হবে... অলরেডি সভাপতিকে জানিয়েছি। অবশ্যই এটা নিয়ে আমরা জানার চেষ্টা করব। আসলে ব্যাপারটা কী, এটা আমরা খতিয়ে দেখব।"

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...