ছবি: সংগৃহীত।।
বিজ্ঞাপন
বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক পেসার জাহানারা আলম সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের সঙ্গে ঘটে যাওয়া নানা ঘটনার কথা তুলে ধরেন। এরপর গতকাল ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিমকে দেওয়া আরেক সাক্ষাৎকারে তিনি যৌন হেনস্তার মতো গুরুতর অভিযোগ করেন।
বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থানরত এই পেসারের অভিযোগে ক্রীড়া অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। জাহানারার অভিযোগের পরপরই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিবৃতিতে বিষয়টি তদন্তের ঘোষণা দেয়। বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে দেওয়া ওই বিবৃতিতে বিসিবি জানায়, সাবেক জাতীয় নারী দলের এক সদস্যের মাধ্যমে গণমাধ্যমে উত্থাপিত অভিযোগগুলোকে তারা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছে এবং বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করা হবে।
এদিকে আজ শুক্রবার বিষয়টি নিয়ে কথা বলেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি জানান, সরকারের পক্ষ থেকেও ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। যদি তিনি আইনি ব্যবস্থা নিতে চান, তবে যেহেতু এটি একটি ফৌজদারি অপরাধ, সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।
ক্রীড়া উপদেষ্টা আরও বলেন, যৌন হয়রানির ঘটনা ক্রীড়াঙ্গনের জন্য বড় হুমকি। এ ধরনের অভিযোগ নতুন নয়, আগেও বিভিন্ন ক্ষেত্রে এমন অভিযোগ শোনা গেছে। দায়িত্বশীল জায়গা থেকে নিশ্চিত করতে হবে যেন কেউ এমন অপরাধ করে পার না পায়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...