Logo Logo

মাত্র ৬ মিনিটেই সোল্ড আউট ভারত-বাংলাদেশ ম্যাচের টিকিট


Splash Image

ছবি: সংগৃহীত।।

এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিট বিক্রি শুরু হওয়ার ছয় মিনিটের মধ্যেই শেষ হয়ে গেছে সাধারণ গ্যালারির সব টিকিট। ফুটবলপ্রেমীদের ব্যাপক আগ্রহে বাফুফের অনলাইন টিকিট বিক্রি রেকর্ড সময়েই সম্পন্ন।


বিজ্ঞাপন


আজ দুপুর ২টা থেকে এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়। ১৮ নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ ছিল ব্যাপক। শুরু হওয়ার মাত্র ছয় মিনিটের মধ্যেই সাধারণ গ্যালারির সব টিকিট বিক্রি শেষ হয়ে যায়। বিষয়টি নিশ্চিত করে বাফুফের কম্পিটিশন কমিটির চেয়ারম্যান ও নির্বাহী সদস্য সাবেক জাতীয় ফুটবলার গোলাম গাউস জানান, “মাত্র ছয় মিনিটের মধ্যেই সাধারণ গ্যালারির সব টিকিট বুকিং হয়ে গেছে। এখন গ্রাহকরা পেমেন্ট সম্পন্ন করছেন, যার অর্ধেকের বেশি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।” তিনি আরও জানান, সাধারণ গ্যালারির টিকিট শেষ হলেও রেড বক্স ও হসপিটালিটি টিকিট এখনও বিক্রিতে রয়েছে।

এর আগে সিঙ্গাপুর ও হংকংয়ের বিপক্ষে ম্যাচে সাধারণ গ্যালারির টিকিটের দাম ছিল ৪০০ টাকা, তবে ভারত ম্যাচের উত্তেজনা ও চাহিদা বিবেচনায় বাফুফে তা বাড়িয়ে ৫০০ টাকা করেছে। দাম বাড়লেও সমর্থকদের আগ্রহে কোনো ভাটা পড়েনি—টিকিট ছাড়ার পরপরই তা সংগ্রহ করেন তারা। যদিও টিকিট বিক্রি দ্রুত শেষ হয়েছে, তবু এখন পর্যন্ত টিকিট সংগ্রহে ভোগান্তি বা অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি।

এশিয়ান কাপ বাছাইয়ের এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাংলাদেশ ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে। সেই ম্যাচের টিকিট প্রায় এক সপ্তাহ আগে বিক্রিতে এলেও বিক্রি ধীর গতিতে চলছে। গোলাম গাউস আশাবাদ ব্যক্ত করেছেন যে ভারত ম্যাচের টিকিট শেষ হওয়ার পর সমর্থকরা নেপাল ম্যাচের টিকিটও দ্রুত সংগ্রহ করবেন।

উল্লেখ্য, বাফুফে অনলাইনে টিকিট বিক্রির উদ্যোগ নেয় গত ১০ জুন বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ দিয়ে। শুরুতে ‘টিকিফাই’ প্ল্যাটফর্মে ভোগান্তির মুখে পড়লেও, পরবর্তীতে অক্টোবর উইন্ডোতে ‘কুইকেট’কে নতুন টিকিটিং পার্টনার করা হয়, যেখানে টিকিট ২০ মিনিটের মধ্যেই বিক্রি শেষ হয়। সেই সফলতার ধারাবাহিকতায় নভেম্বর উইন্ডোতেও কুইকেটের মাধ্যমে টিকিট বিক্রি হচ্ছে। অনলাইনে টিকিট বিক্রির কারণে দর্শকরা ডিজিটাল পেমেন্টের মাধ্যমে টিকিট সংগ্রহ করছেন। তবে চার মাস পেরিয়ে গেলেও বাফুফে এখনো সিঙ্গাপুর ম্যাচের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ করতে পারেনি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...