ছবি সংগৃহীত
বিজ্ঞাপন
হজে অংশ নিতে পারবেন না ক্যানসার, কিডনি, হৃদ্রোগ, ফুসফুস, লিভার সিরোসিস ও মানসিক রোগে আক্রান্ত ব্যক্তিরা—এমন কড়া নির্দেশনা দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।
আজ সোমবার ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হজযাত্রী প্রেরণকারী প্রতিটি দেশকে সৌদি সরকার অনুরোধ করেছে যাতে হজের আগে প্রত্যেক হজযাত্রীর পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করে ‘স্বাস্থ্যঝুঁকিমুক্ত’ সনদ দেওয়া হয়।
চিঠিতে স্পষ্ট করে বলা হয়েছে, যেসব ব্যক্তির শারীরিক অবস্থার কারণে হজ পালন ঝুঁকিপূর্ণ বা অসম্ভব হতে পারে, তাঁদের হজে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হবে না। এর মধ্যে রয়েছেন—ডায়ালাইসিস চলমান কিডনি রোগী, গুরুতর হৃদ্রোগে আক্রান্ত ব্যক্তি, সর্বক্ষণ অক্সিজেনের প্রয়োজন হয় এমন ফুসফুসের রোগী এবং ভয়াবহ লিভার সিরোসিসে ভোগা মানুষ।
এছাড়া মানসিক রোগ, স্মৃতিভ্রষ্টতা, গুরুতর স্নায়বিক সমস্যা, অতি বয়স্ক ব্যক্তি, শেষ প্রান্তিকের গর্ভাবস্থা বা উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভবতী নারীও হজে অংশ নিতে পারবেন না। সংক্রামক রোগ যেমন যক্ষ্মা বা ভাইরাল হেমোরেজিক জ্বর এবং কেমোথেরাপি বা ইমিউনোথেরাপি নিচ্ছেন এমন ক্যানসার আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রেও একই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে।
হজযাত্রীদের স্বাস্থ্য যাচাইয়ের জন্য সৌদি সরকার তৈরি করেছে ডিজিটাল প্ল্যাটফর্ম ‘নুসুক মাসা’, যেখানে স্বাস্থ্যসনদ ইস্যু ও যাচাই করা হবে। হজযাত্রী পাঠানো দেশের দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে, যেন শুধুমাত্র নুসুক মাসার মাধ্যমে বৈধ স্বাস্থ্য সনদপ্রাপ্ত ব্যক্তিদেরই নিবন্ধন করা হয়।
চিঠিতে আরও বলা হয়েছে, আগমন ও প্রস্থান উভয় প্রান্তে সৌদি মনিটরিং দল এসব সনদের সত্যতা যাচাই করবে এবং নিয়ম ভঙ্গ করলে সংশ্লিষ্ট দেশের বিরুদ্ধে সংশোধনমূলক পদক্ষেপ নেওয়া হবে।
বাংলাদেশের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেন, “নিরাপদ ও নির্বিঘ্ন হজ ব্যবস্থাপনার জন্য শারীরিক সক্ষমতা অত্যন্ত জরুরি। সৌদি সরকারের এই স্বাস্থ্য নির্দেশনা বাংলাদেশ কঠোরভাবে অনুসরণ করবে।”
উল্লেখ্য, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিদের হজ নিবন্ধন না করার অনুরোধ আগে থেকেই জানিয়ে আসছে বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়। ইতোমধ্যে এ বিষয়ে হজ এজেন্সিগুলোকেও নির্দেশনা দেওয়া হয়েছে। সৌদি সরকারের আমন্ত্রণে হজসংক্রান্ত স্বাস্থ্য নীতিমালা নিয়ে আয়োজিত এক কর্মশালায় বাংলাদেশের দুই চিকিৎসক বর্তমানে অংশ নিচ্ছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...