ছবি: সংগৃহীত।।
বিজ্ঞাপন
বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) নিলামে খেলোয়াড় কেনাবেচায় নতুন নিয়ম চূড়ান্ত করেছে টুর্নামেন্টের গভর্নিং কাউন্সিল। ফ্র্যাঞ্চাইজিগুলোর ব্যয়সীমা, দেশি-বিদেশি খেলোয়াড়দের ক্যাটাগরি ও সর্বোচ্চ খেলোয়াড় ভেড়ানোর সংখ্যায় এসেছে বড় পরিবর্তন। নিলামকে আরও প্রতিযোগিতামূলক, স্বচ্ছ ও ভারসাম্যপূর্ণ করতে এই নতুন নীতিমালা প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছে বিপিএল কর্তৃপক্ষ।
নতুন নিয়ম অনুযায়ী, প্রতিটি দল নিলামের আগে সরাসরি সর্বোচ্চ দুজন বাংলাদেশি খেলোয়াড় (এ ও বি ক্যাটাগরি থেকে) এবং এক থেকে দুজন বিদেশি খেলোয়াড় দলে নিতে পারবে। এসব সাইনিং কার্যকর হবে শুধুমাত্র বিপিএল গভর্নিং কাউন্সিলের অনুমোদনের পর। নিলাম অনুষ্ঠিত হবে দুই ধাপে—প্রথম ধাপে স্থানীয় ক্রিকেটারদের এবং দ্বিতীয় ধাপে বিদেশি ক্রিকেটারদের নিলাম অনুষ্ঠিত হবে।
নিয়ম অনুযায়ী, প্রতিটি দলকে নিলাম থেকে অন্তত ১৩ জন স্থানীয় ক্রিকেটার দলে নিতে হবে, আর সরাসরি সই করানো যাবে সর্বাধিক দুজন। একটি দল সর্বোচ্চ ১৬ জন স্থানীয় ক্রিকেটার নিবন্ধন করতে পারবে। স্থানীয় খেলোয়াড়দের জন্য প্রতিটি দলের ব্যয়সীমা নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ৪ কোটি ৫০ লাখ টাকা, যেখানে সরাসরি সাইনিং করা দুই খেলোয়াড়ের পারিশ্রমিক এই বাজেটের বাইরে গণ্য হবে।
বিদেশি খেলোয়াড়দের ক্ষেত্রে প্রতিটি দলকে ন্যূনতম দুজন খেলোয়াড় নিলাম থেকে নিতে হবে। তবে ইচ্ছা করলে দলগুলো আরও বেশি বিদেশি ক্রিকেটার নিবন্ধন করাতে পারবে। এক ম্যাচে বিদেশি খেলানো যাবে সর্বনিম্ন দুজন এবং সর্বোচ্চ চারজন পর্যন্ত। বিদেশি খেলোয়াড়দের জন্য দলপ্রতি সর্বোচ্চ বাজেট নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার, যার মধ্যে সরাসরি সাইনিং করা খেলোয়াড়দের পারিশ্রমিকও অন্তর্ভুক্ত থাকবে।
গভর্নিং কাউন্সিলের এই নতুন নিয়মে ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে কৌশলগত পরিকল্পনার গুরুত্ব আরও বেড়ে যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা, যা বিপিএল নিলামকে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...