Logo Logo

আবারও বিয়ে করলেন রশিদ খান!


Splash Image

ছবি: সংগৃহীত।।

আফগানিস্তানের তারকা ক্রিকেটার রশিদ খান দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন বলে জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম। ইনস্টাগ্রামে নিজেই স্ত্রী থাকার বিষয়টি প্রকাশ করেন তিনি। তবে আগের স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে কিনা, তা নিয়ে উঠেছে নানা প্রশ্ন।


বিজ্ঞাপন


আফগানিস্তান ক্রিকেট দলের তারকা লেগ স্পিনার ও টি-টোয়েন্টি অধিনায়ক রশিদ খান দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছেন বলে জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম দুনিয়া নিউজসহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম। যদিও নিজে বিষয়টি স্পষ্টভাবে স্বীকার না করলেও, তার সাম্প্রতিক সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট ঘিরে বিষয়টি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। রশিদ নিজেই ইনস্টাগ্রামে লিখেছেন, “২০২৫ সালের ২ আগস্ট আমি জীবনের নতুন ও অর্থপূর্ণ অধ্যায় শুরু করেছি। আমি এমন একজন নারীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছি, যিনি ভালোবাসা, শান্তি ও জুটির প্রতীক।” তবে স্ত্রীর নাম বা ছবি প্রকাশ করেননি এই তারকা ক্রিকেটার।

রশিদের এই পোস্টের আগে থেকেই গুঞ্জন চলছিল, সম্প্রতি এক দাতব্য অনুষ্ঠানে তার সঙ্গে দেখা যাওয়া নারীটি তার স্ত্রী। বিষয়টি নিয়ে যখন নানা জল্পনা ছড়ায়, তখনই রশিদ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেন, “সাম্প্রতিক এক দাতব্য অনুষ্ঠানে আমি স্ত্রীকে নিয়ে গিয়েছিলাম। দুঃখজনকভাবে, এটি ঘিরে ভুল ধারণা তৈরি হয়েছে। সত্যিটা খুবই সহজ—তিনি আমার স্ত্রী, আর আমরা একসঙ্গে আছি, লুকানোর কিছু নেই।”

এর আগে ২০২৪ সালের অক্টোবরে কাবুলের এক নামকরা হোটেলে পারিবারিক আয়োজনে প্রথমবার বিয়ে করেছিলেন রশিদ খান। সে সময় আফগান ক্রিকেট দলের বেশিরভাগ সদস্যই উপস্থিত ছিলেন তার বিবাহোৎসবে। ওই বিয়েতে রশিদের তিন ভাই—আমির খলিল, রাজা খান ও জাকিউল্লাহরও একসঙ্গে বিয়ে হয়। তবে এক বছরের মধ্যেই রশিদের দ্বিতীয় বিয়ের খবর প্রকাশ পাওয়ায় শুরু হয়েছে নানা প্রশ্ন।

ভক্ত ও সমালোচকদের মধ্যে এখন জোর আলোচনা—প্রথম স্ত্রীর সঙ্গে রশিদের বিচ্ছেদ হয়েছে কিনা, নাকি প্রথম স্ত্রী থাকা অবস্থাতেই তিনি দ্বিতীয় বিয়ে করেছেন? এই প্রশ্নের উত্তর এখনো অজানা। তবে আফগান ক্রিকেটের সবচেয়ে বড় তারকা হিসেবে রশিদের ব্যক্তিগত জীবনের এই অধ্যায় নতুন করে সাড়া ফেলেছে ক্রীড়াঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...