ছবি: সংগৃহীত।।
বিজ্ঞাপন
সর্বশেষ আইপিএলের মেগা নিলামে বাংলাদেশের কোনো ক্রিকেটার দল পাননি। এমনকি নিয়মিত মুখ হয়ে ওঠা পেসার মুস্তাফিজুর রহমানকেও শুরুতে কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি। তবে শেষ পর্যন্ত মৌসুমের শেষ দিকে মাত্র তিনটি ম্যাচের জন্য দিল্লি ক্যাপিটালসের দলে ডাক পান তিনি। যদিও দলটি প্লে-অফে উঠতে না পারায় ম্যাচসংখ্যা আর বাড়েনি। তিন ম্যাচে চার উইকেট নিয়ে ব্যক্তিগতভাবে খারাপ পারফরম্যান্স না করলেও দলের ফলাফলে তেমন প্রভাব রাখতে পারেননি ‘কাটার মাস্টার’।
আগামী মৌসুমকে সামনে রেখে ইতোমধ্যেই দল গোছানোর কাজ শুরু করেছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, আগামী ১৫ নভেম্বরের মধ্যে আইপিএলের ১০ দলকে জানাতে হবে তারা কাদের ধরে রাখবে এবং কাদের ছেড়ে দেবে। ডিসেম্বরে অনুষ্ঠিত হবে আসরের মিনি নিলাম। গেল মৌসুমে বদলি খেলোয়াড় হিসেবে যুক্ত হওয়ায় মুস্তাফিজকে সরাসরি রিটেইন করার সুযোগ নেই দিল্লি ক্যাপিটালসের। তবে চাইলে মিনি নিলাম থেকে আবারও তাকে দলে নিতে পারে ফ্র্যাঞ্চাইজিটি।
দিল্লির গত মৌসুমটা ছিল উত্থান-পতনে ভরপুর। টুর্নামেন্টের শুরুতে দুর্দান্ত ফর্মে থেকে প্রথম সাত ম্যাচে পাঁচটিতে জয় পেলেও পরের দিকে ছন্দ হারিয়ে ফেলে দলটি। শেষ সাত ম্যাচে জয় আসে মাত্র দুইটিতে। ফলে পঞ্চম স্থানে থেকে মৌসুম শেষ করতে হয় তাদের। আসন্ন মৌসুমে ভালো পারফরম্যান্সের লক্ষ্যে দলটি ইতোমধ্যে কয়েকজন খেলোয়াড়কে ছেড়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এ তালিকায় রয়েছেন করুণ নায়ার, দুশমন্থ চামিরা, ডোনোভান ফেরেইরা ও মোহিত শর্মার মতো ক্রিকেটাররা।
মিনি নিলামে ফ্র্যাঞ্চাইজিগুলো ইচ্ছেমতো খেলোয়াড় ধরে রাখতে ও ছাড়তে পারবে। সাধারণত তারা ১৪–১৮ জন খেলোয়াড় রাখে, যাতে নতুনদের জায়গা তৈরি হয় এবং বাজেটও সাশ্রয় হয়। মূল একাদশে অভিজ্ঞ ক্রিকেটার, তারকা খেলোয়াড় ও তরুণ প্রতিভার ভারসাম্য রাখাই দলগুলোর লক্ষ্য। এদিকে দিল্লি শিবিরে কেএল রাহুলকে নিয়ে চলছে ট্রেডের গুঞ্জন। কলকাতা নাইট রাইডার্স নাকি ইতোমধ্যে তাকে দলে ভেড়ানোর আগ্রহ দেখিয়েছে, এমনকি আন্দ্রে রাসেলের বিনিময়ে প্রস্তাবও দিয়েছে বলে জানা গেছে। তবে সূত্রমতে, দিল্লি এখনই রাহুলকে ছাড়তে আগ্রহী নয়, বিশেষ করে গত মৌসুমে তার ধারাবাহিক পারফরম্যান্সের পর।
দিল্লি ক্যাপিটালসের বর্তমান স্কোয়াডে রয়েছেন অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস, কেএল রাহুল, মুস্তাফিজুর রহমান, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, টি নটরাজনসহ একাধিক অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটার। আসন্ন ডিসেম্বরের মিনি নিলামেই চূড়ান্ত হবে তাদের পূর্ণাঙ্গ দল এবং মুস্তাফিজুর রহমানের ভাগ্য।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...