ছবি: সংগৃহীত।।
বিজ্ঞাপন
শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেলেও পাকিস্তানের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছেন বাবর আজম। মঙ্গলবার কলম্বোয় অনুষ্ঠিত ম্যাচে ৫১ বল খেলে মাত্র ২৯ রান করেন তিনি। ২৪তম ওভারে ওয়ানিন্দু হাসারাঙ্গার ঘূর্ণিতে ব্যাট ও প্যাডের মাঝ দিয়ে বোল্ড হয়ে ফিরে যান বাবর। যদিও দল ৬ রানে জিতেছে, কিন্তু তার ধারাবাহিক ব্যর্থতা পাকিস্তান শিবিরে উদ্বেগ বাড়িয়েছে।
এই ম্যাচের পর বাবরের ব্যাট থেকে সেঞ্চুরি আসেনি টানা ৮৩ ইনিংসে—যা আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট কোহলির অবাঞ্ছিত রেকর্ডের পাশে বসিয়েছে তাকে। সর্বশেষ তিনি তিন অঙ্কের ঘরে গিয়েছিলেন ২০২৩ সালের এশিয়া কাপে নেপালের বিপক্ষে, অর্থাৎ প্রায় ৮০০ দিন আগে। এশিয়ান ব্যাটারদের মধ্যে সবচেয়ে দীর্ঘ সময় সেঞ্চুরি ছাড়া থাকার রেকর্ডটি সনাৎ জয়াসুরিয়ার, ৮৮ ইনিংসের।
ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং নেয় শ্রীলঙ্কা। পাকিস্তান ব্যাটিংয়ে উঠে আসে ২৯৯ রান—যার বড় অবদান সালমান আগার সেঞ্চুরি। জবাবে হারিস রউফের দারুণ বোলিংয়ে ২৯৩ রানে থেমে যায় লঙ্কানদের ইনিংস। জয় পেলেও বাবর আজমের ব্যাটিং ফর্ম নিয়ে পাকিস্তান দলের ভাবনায় পড়া স্বাভাবিক, বিশেষ করে যখন দলের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটারই ছন্দ খুঁজে পাচ্ছেন না।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...