ছবি: সংগৃহীত।।
বিজ্ঞাপন
সিলেটে ব্যাটারদের দাপটে রেকর্ড গড়ল বাংলাদেশ। প্রথম টেস্টে নিজেদের ইতিহাসে দেশের মাটিতে সর্বোচ্চ সংগ্রহ গড়েছে টাইগাররা। ১৪১ ওভারে ৮ উইকেটে ৫৮৭ রান করে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা, যা টেস্ট ক্রিকেটে বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ এবং দেশে সর্বোচ্চ। এর আগে আয়ারল্যান্ড প্রথম ইনিংসে করেছিল ২৮৬ রান, ফলে বাংলাদেশ লিড নেয় ৩০১ রানের বিশাল ব্যবধানে।
ব্যাটিংয়ে শুরুটা করে দিয়েছিলেন দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম। তাদের পথ অনুসরণ করেন নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। বাংলাদেশের প্রথম ছয় ব্যাটারের পাঁচজনই পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলেছেন। ওপেনার জয় খেলেছেন ক্যারিয়ারসেরা ইনিংস—২৮৬ বল মোকাবিলায় ১৪ চার ও ৪ ছক্কার সাহায্যে ১৭১ রান। অধিনায়ক শান্ত করেছেন দারুণ এক সেঞ্চুরি, ১১২ বলে ১০০ রান। সাদমান, মুমিনুল ও লিটনও দলের বড় সংগ্রহে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
বাংলাদেশের টেস্ট ইতিহাসে এবারই প্রথম টপ-অর্ডারের চার ব্যাটসম্যান পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেললেন। একই সঙ্গে প্রথমবারের মতো সিলেট টেস্ট ভেন্যুতে পাঁচশো ছাড়ানো সংগ্রহ পেল বাংলাদেশ—যেখানে আগের সর্বোচ্চ ছিল ৩৩৮ রান।
দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের স্কোর ছিল ১ উইকেটে ৩৩৮। পরদিন সকালে আয়ারল্যান্ড নতুন বল নিয়ে দ্রুত ফেরায় মুমিনুল ও জয়কে। ম্যাককার্থির বলে জয় ১৭১ এবং মুমিনুল ৮২ রানে আউট হন। মুশফিকুর রহিম ২৩ রান করে ফিরলেও শান্ত ও লিটনের জুটি আবার দলকে এগিয়ে নেয়। তাদের ১০৭ বলে ৯৮ রানের জুটি ইনিংসকে মজবুত করে। ফিফটি হাঁকিয়ে লিটন আউট হন ৬০ রানে, এরপর শান্ত পূর্ণ করেন নিজের অষ্টম টেস্ট সেঞ্চুরি। তবে শতকের পরই এলবিডব্লিউ হয়ে ফেরেন তিনি।
শেষ দিকে মিরাজ ১৭ রান করে সাজঘরে ফেরার পর ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। আয়ারল্যান্ডের হয়ে ম্যাথিউ হামফ্রিজ নিয়েছেন ৫ উইকেট। সবমিলিয়ে ব্যাটারদের দাপটে ভর করে সিলেট টেস্টে রেকর্ড গড়া ইনিংস উপহার দিল বাংলাদেশ, লিডও দাঁড়াল ৩০১ রানের—যা ম্যাচে তাদের দারুণভাবে এগিয়ে দিয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...