ছবি: সংগৃহীত।।
বিজ্ঞাপন
আইপিএলের গত আসরে বাজে সময় কেটেছে কলকাতা নাইট রাইডার্সের। সপ্তম স্থানে থেকে মৌসুম শেষ করার পর এবার নতুনভাবে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে নামছে তিনবারের চ্যাম্পিয়নরা। দলটির কোচিং প্যানেলে এসেছে বড় পরিবর্তন। আগের কোচ চন্দ্রকান্ত পন্ডিতকে সরিয়ে দিয়ে নতুন করে সাজানো হয়েছে কোচিং টিম। প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন অভিষেক নায়ার, মেন্টর হিসেবে যুক্ত হয়েছেন সাবেক ক্যারিবীয় তারকা ডোয়াইন ব্রাভো। এবার সেই তালিকায় নতুন সংযোজন হিসেবে সহকারী কোচের দায়িত্ব পেলেন দুইবারের বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়ান অলরাউন্ডার শেন ওয়াটসন।
ওয়াটসনের সঙ্গে কোচিং স্টাফে আরও যুক্ত হয়েছেন নিউজিল্যান্ডের অভিজ্ঞ পেসার টিম সাউদি। এই দুই নতুন মুখকে নিয়ে কোচিং টিমে নতুন মাত্রা যোগ করেছে কলকাতা নাইট রাইডার্স। দায়িত্ব নিয়ে উচ্ছ্বসিত ওয়াটসন বলেন, ‘কলকাতা নাইট রাইডার্সের মতো আইকনিক ফ্র্যাঞ্চাইজির অংশ হতে পারা সত্যিই গর্বের। কলকাতার সমর্থকদের খেলার প্রতি ভালোবাসা সবসময়ই আমাকে মুগ্ধ করে। আমি কোচিং টিম ও খেলোয়াড়দের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে মুখিয়ে আছি, যাতে দলকে আরেকটি শিরোপা এনে দিতে পারি।’
এটি আইপিএলে ওয়াটসনের দ্বিতীয় দফার কোচিং অভিজ্ঞতা। এর আগে ২০২২ ও ২০২৩ সালে তিনি দিল্লি ক্যাপিটালসে প্রধান কোচ রিকি পন্টিংয়ের সহকারী হিসেবে কাজ করেছেন। সর্বশেষ তিনি যুক্তরাষ্ট্রের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এমএলসি’র ক্লাব সান ফ্রান্সিস্কো ইউনিকর্নসের প্রধান কোচ ছিলেন এবং টানা তিন মৌসুম তাদের সঙ্গে যুক্ত ছিলেন।
খেলোয়াড়ি জীবনে শেন ওয়াটসন ছিলেন বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার। ২০০৭ ও ২০১৫ সালে অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন তিনি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও সমান সফল এই তারকা আইপিএল, বিগ ব্যাশ ও পিএসএল–এ ট্রফি জিতেছেন। ২০০৮ সালে রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলের উদ্বোধনী আসরে ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ নির্বাচিত হন তিনি।
আইপিএল ক্যারিয়ারের শেষ পর্বে ওয়াটসন খেলেছেন চেন্নাই সুপার কিংসের হয়ে, যেখানে ২০১৮ মৌসুমে দলের শিরোপা জয়ে বড় ভূমিকা রাখেন। সেই আসরে ১৫ ইনিংসে করেন ৫৫৫ রান, ফাইনাল ম্যাচে করেন স্মরণীয় সেঞ্চুরি। এর আগে ২০১৬ ও ২০১৭ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়েও খেলেছেন তিনি।
সব মিলিয়ে অভিজ্ঞতা, সাফল্য আর নেতৃত্বগুণে সমৃদ্ধ শেন ওয়াটসনের যুক্ত হওয়া কলকাতা নাইট রাইডার্সের জন্য এক বড় শক্তি হিসেবে বিবেচিত হচ্ছে। নতুন কোচিং টিমকে ঘিরে নতুন আশায় উজ্জীবিত ফ্র্যাঞ্চাইজিটি আসন্ন মৌসুমে পুরোনো জৌলুস ফিরে পাওয়ার প্রত্যাশায় মাঠে নামছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...