Logo Logo

হামজার চোট গুরুতর নয়, খেলতে পারবেন ভারতের বিপক্ষে


Splash Image

ছবি: সংগৃহীত।।

বাংলাদেশের প্রীতি ম্যাচে নেপালের বিপক্ষে দুর্দান্ত বাইসাইকেল কিক ও পেনাল্টি গোল করে আলোচনায় হামজা চৌধুরী। হালকা চোট পেলেও ভারত ম্যাচে খেলতে পারবেন বলে নিশ্চিত করেছেন কোচ ক্যাবরেরা।


বিজ্ঞাপন


বাংলাদেশের জার্সি গায়ে দেওয়ার পর থেকেই দারুণ পারফরম্যান্সে ভক্তদের মন জয় করে চলেছেন হামজা চৌধুরী। নেপালের বিপক্ষে গতকালের প্রীতি ম্যাচেও তার ছিল দুর্দান্ত উপস্থিতি। ডিফেন্সের ভুলে প্রথমার্ধে একটি গোল হজম করে পিছিয়ে পড়ে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার চেষ্টায় মরিয়া দলকে আশা জাগান হামজা—এক অসাধারণ বাইসাইকেল কিকে সমতা ফেরান তিনি। এরপর পেনাল্টি থেকে দ্বিতীয় গোল করে দলকে এগিয়েও নেন। তবে শেষ মুহূর্তে গোল খেয়ে ড্রয়ে মাঠ ছাড়তে হয় লাল-সবুজদের।

এ ম্যাচে হালকা চোট পান হামজা ও জায়ান আহমেদ, যার কারণে কোচ ক্যাবরেরা তাদের পরিবর্তন করে তোলেন। তবুও ভারত ম্যাচ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন বাংলাদেশ কোচ, তার মতে দুটি আঘাতই গুরুতর নয়। অন্যদিকে, ম্যাচ শেষে নেপাল কোচ স্বীকার করেন যে হামজাকে তুলে নেওয়ার সুযোগে তার দল সুবিধা পেয়েছে।

সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হামজা নিজের ফেসবুক পোস্টে লেখেন, ম্যাচটি জেতা উচিত ছিল—তবে ভক্তদের ভালোবাসাই তার প্রেরণা। উল্লেখ্য, ২৫ মার্চ ভারতের শিলংয়ে বাংলাদেশের হয়ে প্রথম ম্যাচ খেলেন হামজা; এ পর্যন্ত পাঁচ ম্যাচে চার গোল করে জাতীয় দলে নিজেকে তুলে ধরেছেন নতুন সম্ভাবনার প্রতীক হিসেবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...