Logo Logo

বিপিএল নিলামের আগে ঢাকা ক্যাপিটালসের চমক


Splash Image

ছবি: সংগৃহীত।।


বিজ্ঞাপন


বিপিএলের আগামী আসরকে সামনে রেখে অংশগ্রহণকারী পাঁচ দলই নিজেদের স্কোয়াড গুছিয়ে নিতে ব্যস্ত সময় পার করছে। সেই ধারাবাহিকতায় ঢাকা ক্যাপিটালসও এগিয়ে চলেছে পরিকল্পনা অনুযায়ী।

ইতোমধ্যেই তারা দেশের দুই তারকা ক্রিকেটার তাসকিন আহমেদ ও সাইফ হাসানের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করেছে। এবার বিদেশি কোটা থেকে দলে ভিড়িয়েছে পাকিস্তানি ক্রিকেটার উসমানকে, যিনি গত আসরে চিটাগং কিংসের জার্সিতে দুর্দান্ত পারফরম্যান্সে নজর কাড়েন। আট ম্যাচে ১৬৭ স্ট্রাইক রেটে ২৮৫ রান ও একটি শতক হাঁকানো এই ব্যাটারকে নতুন মৌসুমে দেখা যাবে ঢাকার হয়ে খেলতে।

এদিকে ২১ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া বিপিএল নিলামকে সামনে রেখে সব দলই পছন্দের ক্রিকেটারদের দলে নিতে জোর প্রস্তুতি চালাচ্ছে। নিয়ম অনুযায়ী নিলামের আগে প্রতিটি দল সর্বোচ্চ দুজন বাংলাদেশি এ বা বি ক্যাটাগরির খেলোয়াড় এবং এক থেকে দুজন বিদেশি ক্রিকেটারের সঙ্গে চুক্তি করতে পারবে। নিলামে দুই ধাপে বাছাই হবে—প্রথমে স্থানীয় ক্রিকেটারদের, এরপর বিদেশিদের। নিলাম থেকে অন্তত ১৩ জন দেশি ক্রিকেটার দলভুক্ত করতে হবে এবং নিলামের বাইরে সরাসরি সর্বোচ্চ দুজন ক্রিকেটারকে দলে ভেড়ানোর সুযোগ থাকবে। সর্বোচ্চ ১৬ জন স্থানীয় খেলোয়াড় নিবন্ধনের বিধান অনুযায়ী দলগুলো নিজেদের স্কোয়াড শক্তিশালী করতে এখনই ঝাঁপিয়ে পড়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...