Logo Logo

ভ্রাম্যমান আদালতে ৩ জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড


Splash Image

নালিতাবাড়ীতে ইয়াবা ক্রয়-বিক্রয়ের অপরাধে ৩ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি।


বিজ্ঞাপন


নালিতাবাড়ীতে ইয়াবা ক্রয়-বিক্রয়ের অপরাধে ৩ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে উপজেলার আমবাগান এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে সাজাপ্রাপ্তদের আদালতে পাঠানো হয়েছে।

সূত্র জানায়, উপজেলার সুতিয়ারপাড় এলাকার আয়নাল হকের পুত্র মো. কাইয়ুম (২৭), খুজিউড়া এলাকার আশরাফ আলীর পুত্র মমতাজ (২২) কে ইয়াবা ক্রয়ের দায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেন। এবং ভেদীকুড়া এলাকার আনছার আলীর পুত্র আবু নাইম (২৬) কে ইয়াবা বিক্রয়ের দায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

জানায়, আটককৃতদের স্বীকারোক্তি ও উপস্থিত সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি।

এসময় অভিযানে সহযোগিতা করেন নালিতাবাড়ী থানার পুলিশের সদস্যগণ।

বিষয়টি নিশ্চিত করে, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি বলেন, মাদকের বিরুদ্ধে প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...