ছবি: সংগৃহীত।।
বিজ্ঞাপন
দোহার এশিয়া কাপ রাইজিং স্টার্সে হাবিবুর রহমান সোহানের বিধ্বংসী সেঞ্চুরিতে হংকংকে আট উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। ১৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং প্রদর্শন করেন ওপেনার সোহান। মাত্র ১৪ বলে অর্ধশতক পূর্ণ করে তিনি গড়ে তোলেন বাংলাদেশের স্বীকৃত টি–টোয়েন্টির দ্রুততম ফিফটির রেকর্ড। ২৫ বলে ৮৮ রানে পৌঁছে যান তিনি, তখন মনে হচ্ছিল বিশ্বের দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও ভেঙে দিতে পারেন এই ব্যাটার।
তবে জিসান ও জাওয়াদ আবরারের দ্রুত বিদায়ে কিছুটা ধীর হন সোহান এবং শেষ পর্যন্ত ৩৫ বলে শতক পূর্ণ করেন। ৮ চার ও ১০ ছক্কায় অপরাজিত ১০০ রান করে দলকে প্রায় একাই জয়ের দুয়ারে পৌঁছে দেন তিনি। শেষ পর্যন্ত আকবর আলীর ব্যাটে আসে ধ্বংসাত্মক ঝড়—১৩ বলে ৪১ রান, যার মধ্যে কিঞ্চিত শাহের করা ১১তম ওভারের শেষ পাঁচ বলে পাঁচ ছক্কা মেরে বাংলাদেশকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি।
এর আগে টসে জিতে বাংলাদেশ হংকংকে ব্যাটিংয়ে পাঠায়। শুরুতেই জিশান আলিকে ফেরান রিপন মন্ডল। তবে ইয়াসিম এবং বাবরের জুটি দ্রুত রান তুলতে থাকে। ইয়াসিম ২২ বলে ৪০ এবং বাবর হায়াত ৪৯ বলে ৬৩ রান করেন। শেষ দিকে শিভ মাতু ও কিঞ্চিত শাহ ঝড়ো ব্যাটিংয়ে দলকে দেড়শ ছাড়িয়ে যায়। ৮ বলে ১২ রান করেন মাতু এবং মাত্র ৪ বলে ২০ রানের বিস্ফোরক ইনিংস খেলেন কিঞ্চিত। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৬৭ রান তোলে হংকং। বাংলাদেশের হয়ে রিপন মন্ডল ও এস এম মেহেরব হোসেন নেন দুটি করে উইকেট, আর আবদুল গাফফার সাকলাইন নেন একটি। ফলে সোহান–আকবরদের ঝড়ে সহজেই ম্যাচ জিতে নেয় বাংলাদেশ ‘এ’ দল।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...