Logo Logo

পাথিরানাকে ছেড়ে দিলো চেন্নাই


Splash Image

ছবি: সংগৃহীত।।

আইপিএল ২০২৬ মৌসুমের আগে শ্রীলঙ্কান পেসার মাথিশা পাথিরানাকে রিলিজ করছে চেন্নাই সুপার কিংস। ইনজুরি ও ফর্মহীনতায় উদ্বেগ বাড়ায় সিএসকে বড় রদবদলসহ মিনি নিলামে নামছে নতুনভাবে দল গড়ার পরিকল্পনা নিয়ে।


বিজ্ঞাপন


২০২৩ মৌসুমে আইপিএলে অভিষেকের পর চেন্নাই সুপার কিংসের জার্সিতে নিজের বিশেষ জায়গা তৈরি করেছিলেন শ্রীলঙ্কান পেসার মাথিশা পাথিরানা। ভিন্নধর্মী স্লো–আর্ম অ্যাকশন ও ধারাবাহিক গতিতে নজর কাড়ায় গত বছর মেগা নিলামের আগে তাকে ১৩ কোটি রুপিতে রিটেইন করেছিল সিএসকে।

তবে এবার আর তার ওপর আস্থা রাখছে না তারা। ক্রিকইনফোর প্রতিবেদনে জানা গেছে, আসন্ন ২০২৬ মৌসুমের আগে পাথিরানাকে রিলিজ করে দিচ্ছে ধোনির প্রিয় দলটি। আগামী ১৬ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে মিনি নিলাম অনুষ্ঠিত হওয়ার আগে দলগুলোকে আজ (১৫ নভেম্বর) বিকেলের মধ্যে রিটেইন ও রিলিজ তালিকা জমা দিতে হবে। এর মধ্যেই কয়েকজন তারকা ট্রেডিংয়ের মাধ্যমে দল বদলও করেছেন। ২০২৩ সালে চেন্নাইয়ের হয়ে প্রথম আইপিএল খেলেই ১২ ম্যাচে ১৯ উইকেট নিয়ে সিএসকের শিরোপাজয়ে বড় ভূমিকা রাখেন পাথিরানা। তবে সেই সময়ই এমএস ধোনি সতর্ক করেছিলেন—তরুণ এই পেসারকে দীর্ঘ ক্যারিয়ার টিকিয়ে রাখতে শ্রীলঙ্কা ক্রিকেটকে সতর্কতার সঙ্গে ম্যানেজ করতে হবে। ধোনির আশঙ্কাই যেন সত্যি হয়, এরপর থেকেই চোট–আঘাতে ভুগছেন পাথিরানা। হ্যামস্ট্রিং ইনজুরিতে ২০২৪ মৌসুম পুরোটা খেলতে পারেননি, এসএ২০–তেও মাঝপথে দেশে ফিরতে হয় তাকে। সর্বশেষ আইপিএল মৌসুমে ১২ ম্যাচে মাত্র ১৩ উইকেট নিয়ে ইকোনমি বেড়ে দাঁড়ায় ১০.১৩—যা সিএসকের কোচ স্টিফেন ফ্লেমিংয়ের উদ্বেগ বাড়িয়েছে।

তার মতে, পাথিরানার রিলিজ পয়েন্টে পরিবর্তন আসায় কার্যকারিতা কমে যাচ্ছে। সব মিলিয়ে তাকে রিলিজ করার সিদ্ধান্ত নিলেও ডিসেম্বরের নিলামে আবার দলে নেওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না ফ্র্যাঞ্চাইজি। তিন মৌসুমে সিএসকের হয়ে ৩২ ম্যাচে ৪৭ উইকেট নিয়েছেন পাথিরানা, গড় ২১.৬১ ও ইকোনমি ৮.৬৮। এ ছাড়া বড় ধরনের রদবদলে ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্রকে ছেড়েছে চেন্নাই; রাভীন্দ্র জাদেজা ও স্যাম কারানকে ট্রেড করেছে রাজস্থান রয়্যালসের কাছে, বিনিময়ে দলে এসেছে সঞ্জু স্যামসন। তাই বড় অঙ্কের অর্থ নিয়ে আসন্ন নিলামে নামছে চারবারের চ্যাম্পিয়ন সিএসকে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...