Logo Logo

বিপিএল থেকে নাম প্রত্যাহার করলেন তামিম


Splash Image

ছবি: সংগৃহীত।।

বিপিএল ২০২৫-এ থাকছেন না তামিম ইকবাল। স্বাস্থ্যগত সমস্যা ও প্রস্তুতির ঘাটতির কারণে ড্রাফট থেকে নাম প্রত্যাহার করলেন দেশের অন্যতম সেরা ওপেনার।


বিজ্ঞাপন


বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অংশ নিচ্ছেন না। আগামী ২৩ নভেম্বরের নিলাম থেকে নিজের নাম প্রত্যাহারের সিদ্ধান্ত তিনি ইতোমধ্যে বোর্ডকে জানিয়েছেন, যা নিশ্চিত করেছে বিপিএল গভার্নিং কাউন্সিলের এক সদস্য।

তামিম জানান যে তিনি শাহরিয়ার নাফীসকে ড্রাফট থেকে নাম সরিয়ে নিতে অনুরোধ করেছেন। ২০১২ সালে বিপিএলের সূচনা থেকে প্রতিটি আসরেই অংশ নিয়েছেন তামিম এবং ধারাবাহিক সাফল্যের মাধ্যমে টুর্নামেন্টের অন্যতম সেরা ব্যাটারে পরিণত হয়েছেন। বিশেষ করে সাম্প্রতিক দুই আসরে ফরচুন বরিশালকে পরপর দুটি শিরোপা জেতাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তবে এ বছর তার সরে দাঁড়ানোর সিদ্ধান্ত খুব একটা বিস্ময়কর নয়, কারণ দীর্ঘদিন ধরে তিনি স্বাস্থ্যগত জটিলতা ও প্রস্তুতির ঘাটতির মুখোমুখি ছিলেন। একই সঙ্গে ফরচুন বরিশালেরও সময় স্বল্পতার কারণে এবারের আসর থেকে সরে দাঁড়ানো তামিমের সিদ্ধান্তকে আরও প্রভাবিত করে। গত বছরের মার্চে একটি ঘরোয়া ম্যাচে হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার পর থেকে মাঠে ফেরেননি তামিম; বরং সময় দিয়েছেন সুস্থ হয়ে ওঠা ও ক্রিকেট প্রশাসনে যুক্ত হওয়ার প্রস্তুতিতে।

বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা করলেও শেষ পর্যন্ত ‘সরকারি হস্তক্ষেপের’ অভিযোগ তুলে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান। সব মিলিয়ে দেশের অন্যতম সেরা ওপেনারের বিপিএলে না খেলার সিদ্ধান্ত তার প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার সম্ভাবনাকে আরও অনিশ্চিত করে তুলেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...