Logo Logo

টানা দুই জয়ে সেমিফাইনালের খুব কাছে বাংলাদেশ


Splash Image

ছবি: সংগৃহীত।।

এশিয়া কাপ রাইজিং স্টার্সে আফগানিস্তানকে ৮ উইকেটে হারিয়ে গ্রুপসেরায় বাংলাদেশ ‘এ’; রিপনের ৩ উইকেট ও অঙ্কন–জাওয়াদের জুটিতে সহজ জয়।


বিজ্ঞাপন


এশিয়া কাপ রাইজিং স্টার্স প্রতিযোগিতায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বাংলাদেশ ‘এ’ দল। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালের দোরগোড়ায় পৌঁছে গেছে তারা। ম্যাচের শুরুতেই রিপন মন্ডল ভয়ঙ্কর হয়ে ওঠেন। প্রথম দুই ওভারে মাত্র ৮ বলের মধ্যে আফগানিস্তানের তিন টপ অর্ডার ব্যাটারকে ফেরান তিনি। হঠাৎ ধাক্কায় ১৬ রানে ৩ উইকেট হারানো আফগান দল আর ঘুরে দাঁড়াতে পারেনি। রকিবুল হাসানের স্পিনে বাকিরাও দ্রুত উইকেট বিলিয়ে দেন। দলীয় ৭৮ রানে অলআউট হয় আফগানিস্তান। রিপন ৪ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জেতেন, রকিবুল নেন ৩ উইকেট, মেহেরবের শিকার ২ উইকেট।

লক্ষ্য তাড়ায় বাংলাদেশও কিছুটা বিপদে পড়ে শুরুতে। আগের ম্যাচে রেকর্ড সেঞ্চুরি করা হাবিবুর রহমান সোহান ১৩ বলে ১০ রান করে আউট হন। পরের ওভারেই গজনফর ফিরিয়ে দেন আরেক ওপেনার জিশান আলমকে। ২৪ রানে ২ উইকেট হারালেও এরপর আর সমস্যা হয়নি। জাওয়াদ আবরার ও মাহিদুল ইসলাম অঙ্কনের অবিচ্ছিন্ন ৫৫ রানের জুটিতে ১৩.৩ ওভারে জয় পেয়ে যায় বাংলাদেশ। জাওয়াদ ২৪* এবং অঙ্কন ২৭* রানে অপরাজিত থাকেন।

দুই ম্যাচে দুই জয় নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে রয়েছে বাংলাদেশ। আগামীকাল শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে জিততে পারলেই নিশ্চিত হবে সেমিফাইনাল। অন্যদিকে সমান ম্যাচে ২ পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কা ও আফগানিস্তান রয়েছে দ্বিতীয় ও তৃতীয় স্থানে। প্রথম ম্যাচে হংকংয়ের ১৬৭ রানের চ্যালেঞ্জিং স্কোর ৫৪ বল হাতে রেখে তাড়া করে জিতেছিল বাংলাদেশ; সেদিন সোহান খেলেছিলেন স্মরণীয় ৩৫ বলে হার না মানা ১০০ রানের রেকর্ড ইনিংস।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...