Logo Logo

ইতিহাস গড়ার দোরগোড়ায় মুশফিক, দেশের প্রথম ক্রিকেটার হিসেবে খেলবেন শততম টেস্ট!


Splash Image

ছবি: সংগৃহীত।।

মুশফিকুর রহিম বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলতে যাচ্ছেন। দুই দশকের পরিশ্রম, শৃঙ্খলা ও নিবেদনের এই মাইলফলককে ঘিরে সাবেক ও বর্তমান কোচদের প্রশংসা, দলের অনুপ্রেরণায় পরিণত ‘মিস্টার ডিপেন্ডেবল’।


বিজ্ঞাপন


মুশফিকুর রহিম বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এক বিরল অধ্যায়ের নাম। দুই দশকের আন্তর্জাতিক পথচলায় পরিশ্রম, নিবেদন ও শৃঙ্খলায় তিনি নিজেকে তুলে ধরেছেন দেশের অন্যতম সেরা পেশাদার ক্রিকেটার হিসেবে।

টেস্ট ফরম্যাট দিয়ে শুরু করা এই যাত্রায় মুশফিক কাল আয়ারল্যান্ডের বিপক্ষে নামলে দেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০তম টেস্ট খেলার গৌরব অর্জন করবেন—যা বাংলাদেশ ক্রিকেটে এক অনন্য মাইলফলক।

লর্ডসে ২০০৫ সালের অভিষেক থেকে আজ পর্যন্ত তার টেস্ট ক্রিকেটের প্রতি অনুরাগ কোনোদিন কমেনি। বিভিন্ন সময়ে বাংলাদেশ দলের দায়িত্বে থাকা কোচেরা—চন্ডিকা হাথুরুসিংহে, স্টুয়ার্ট ল, জেমি সিডন্স, অ্যালান ডোনাল্ড, শ্রীধরন শ্রীরাম ও নাভিদ নেওয়াজ—সকলেই মুশফিককে বাংলদেশের অন্যতম সেরা, সবচেয়ে পেশাদার ও পরিশ্রমী ক্রিকেটার হিসেবে বর্ণনা করেন।

তারা বলেন, তরুণদের জন্য মুশফিক প্রকৃত রোল মডেল—পরিকল্পিত প্রস্তুতি, অনুশীলনে কঠোরতা, চাপের সময়ে দৃঢ়তা এবং দলের প্রতি নিঃস্বার্থ নেতৃত্বের অসামান্য উদাহরণ তিনি। শততম টেস্টকে ঘিরে সাবেক ও বর্তমান কোচদের শুভেচ্ছায় স্পষ্ট, মুশফিক শুধু একজন সফল পারফর্মারই নন, বরং বাংলাদেশের ক্রিকেট সংস্কৃতির এক প্রেরণাদায়ী প্রতীক।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...