Logo Logo

২২ বছর পর ভারতের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়


Splash Image

ছবি: সংগৃহীত।।

এশিয়ান কাপ বাছাইয়ে ঢাকায় ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ। মোরসালিনের গোলে ২২ বছর পর ভারতকে ১-০ ব্যবধানে পরাজিত করে লাল-সবুজরা। হামজা চৌধুরির দুর্দান্ত রক্ষণে টিকে থাকা এই জয়ে উল্লাসে মুখর জাতীয় স্টেডিয়াম।


বিজ্ঞাপন


২২ বছর অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ভারতকে হারাল বাংলাদেশ। জাতীয় স্টেডিয়ামে ফিলিপাইনের রেফারি ক্লিকফোর্ডের শেষ বাঁশির সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়ে প্রায় ২৪ হাজার দর্শক। এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে হামজা চৌধুরির নেতৃত্বে শক্ত রক্ষণ আর শেখ মোরসালিনের ১২ মিনিটের গোলে বাংলাদেশ ১-০ ব্যবধানে জিতে নেয় মূল্যবান এই লড়াই। ২০০৩ সালে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে মতিউর মুন্নার গোল্ডেন গোলে ভারতের বিরুদ্ধে ঐতিহাসিক জয় এসেছিল; দীর্ঘ ২২ বছর পর সেই স্মৃতি আবারও জাগ্রত হলো জাতীয় স্টেডিয়ামে।

ম্যাচের শুরু থেকেই বাংলাদেশ আক্রমণাত্মক ভূমিকা নেয়। রাকিব ও মোরসালিনের চমৎকার সমন্বয়ের মাধ্যমে বক্সে বল পৌঁছালে ভারতের গোলরক্ষক গুরপ্রীত এগিয়ে আসেন, কিন্তু মোরসালিন ঠান্ডা মাথায় তার পায়ের ফাঁক দিয়ে বল জালে পাঠান। গোলের পর কিছুক্ষণ দারুণ ছন্দে খেললেও ভুল পাসে ভারতকে সুযোগ দেওয়া শুরু করে বাংলাদেশ। ৩১ মিনিটে গোলরক্ষক মিতুলের ভুলে ভারতের চাংতে প্রায় ওপেন পোস্ট পেয়েছিলেন, তবে দুর্দান্ত লাফ দিয়ে হেড করে সেই নিশ্চিত গোল ঠেকান হামজা চৌধুরি। পুরো ম্যাচজুড়েই তার দৃঢ় রক্ষণ ভারতীয় আক্রমণ ঠেকাতে বড় ভূমিকা রাখে।

ভারত দ্বিতীয়ার্ধে পরপর আক্রমণ চালালেও বাংলাদেশের জমাট রক্ষণ আর গোলরক্ষকের দৃঢ়তায় সমতায় ফিরতে পারেনি। ভারতের কোচ খালিদ জামিল একাদশে বেশ কিছু পরিবর্তন আনলেও তা ফল দেয়নি। অন্যদিকে বাংলাদেশের কোচ ক্যাবরেরা গোলদাতা মোরসালিনের বদলে নামান শাহরিয়ার ইমনকে, যিনি গতি দিয়ে ভারতীয় রক্ষণে চাপ সৃষ্টি করলেও গোল পাননি। ম্যাচে কয়েকবার উত্তেজনা তৈরি হয়; উভয় দলের ফুটবলারদের মধ্যে বাগবিতণ্ডা ও ফাউলের কারণে রেফারি কয়েকটি হলুদ কার্ডও দেখান।

পাঁচ ম্যাচ শেষে বাংলাদেশ ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে। ভারতের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে ড্র ও হংকংয়ে আরেকটি ড্র করেছিল বাংলাদেশ, তবে আজই প্রথম হোম ম্যাচে এশিয়ান কাপ বাছাইয়ে জয়ের স্বাদ পেল। ভারতের অবস্থান নিচে—তাদের পয়েন্ট মাত্র ২। যদিও দুই দলেরই পরবর্তী পর্যায়ে উঠার সম্ভাবনা আগেই শেষ হয়েছে, তবু এই জয় বাংলাদেশের ফুটবলে নতুন আশা জাগিয়েছে এবং দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...