Logo Logo

বিসিবি সভাপতির প্রতি অনাস্থা জানিয়ে ৮ পরিচালকের চিঠি


Splash Image

ছবি: সংগৃহীত।।

বিসিবি সভাপতি ফারুক আহমেদের পদত্যাগ নিয়ে গুঞ্জনের মাঝেই তার বিরুদ্ধে অনাস্থা জানালেন বোর্ডের ৮ পরিচালক। একক সিদ্ধান্ত ও দুর্নীতির অভিযোগ ঘিরে উত্তাল ক্রিকেট প্রশাসন।


বিজ্ঞাপন


বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) চলছে অভ্যন্তরীণ অস্থিরতা ও নেতৃত্ব সংকট। সভাপতি ফারুক আহমেদের পদত্যাগ নিয়ে চলমান গুঞ্জনে দেশের ক্রীড়াঙ্গন ইতোমধ্যেই উত্তাল হয়ে উঠেছে। এই গুঞ্জনের সূচনা ফারুক আহমেদের নিজের বক্তব্য থেকেই, যেখানে তিনি উল্লেখ করেন—প্রধানমন্ত্রীর ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বিসিবির নেতৃত্বে পরিবর্তন চান। এমন বক্তব্যের পর আলোচনা আরও জোরালো হয়। তবে সকল জল্পনার মাঝেও আজ (বুধবার) আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন তিনি।

এই প্রেক্ষাপটে আজ বিসিবির অভ্যন্তরীণ বিরোধ আরও প্রকাশ্য রূপ পেয়েছে। বিসিবির আটজন পরিচালক যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে ফারুক আহমেদের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে চিঠি পাঠিয়েছেন। চিঠিতে স্বাক্ষর দিয়েছেন পরিচালক নাজমুল আবেদীন ফাহিম, ফাহিম সিনহা, সাইফুল আলম স্বপন চৌধুরী, ইফতেখার রহমান মিঠু, মাহবুব উল আলম, কাজী ইনাম আহমেদ, মনজুর আলম ও সালাউদ্দিন চৌধুরী।

চিঠিতে সভাপতির বিরুদ্ধে বিস্তর অভিযোগ তোলা হয়েছে। তাঁদের মতে, দায়িত্ব নেওয়ার পর পাঁচ মাস পার হলেও কমিটি পুনর্গঠনে অবহেলা, একক সিদ্ধান্ত গ্রহণ ও স্বেচ্ছাচারিতায় বোর্ডে অস্থিরতা তৈরি হয়েছে। বলা হয়েছে, সভাপতির সিদ্ধান্তে পরিচালকদের অধিকাংশই কার্যকরভাবে দায়িত্ব পালনে বাধাগ্রস্ত হচ্ছেন। কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে অপসারণের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বোর্ড সভা ছাড়াই এককভাবে নেওয়া হয়েছে, যা বিসিবির সংবিধান লঙ্ঘনের শামিল।

এছাড়াও অভিযোগ রয়েছে—দুর্নীতিগ্রস্ত কর্মীদের ছাঁটাই না করে সুবিধা দেওয়া, অযোগ্য লোকদের পদোন্নতি, কর্মঠদের কোণঠাসা করা, দুর্নীতির শ্বেতপত্র তৈরি না করা এবং গঠনতন্ত্র সংশোধনে ব্যর্থতা। এমনকি বিপিএলে কিছু দলকে অনৈতিক সুবিধা দেওয়া, অখ্যাত ইভেন্ট প্রতিষ্ঠানকে দায়িত্ব প্রদান, ঘরোয়া ক্লাব দুর্নীতিতে জড়িত থাকা, চিহ্নিত সন্ত্রাসীদের সঙ্গে সম্পর্ক রাখা এবং দেশের ক্রিকেট র‌্যাঙ্কিংয়ে পতনের দায়ও সভাপতির ওপর আরোপ করেছেন তারা।

এতসব অভিযোগের মাঝে সভাপতির পদত্যাগ ঘিরে গুঞ্জন ও পরিচালকদের অনাস্থা—দুটি বিষয় মিলিয়ে বাংলাদেশ ক্রিকেট এখন এক গভীর প্রশাসনিক সংকটে। সামনের দিনগুলোতে এই সংকট কোন পথে মোড় নেয়, সেটিই এখন দেখার বিষয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...