ছবি: সংগৃহীত।।
বিজ্ঞাপন
মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট বাংলাদেশ ক্রিকেটের জন্য বিশেষ এক ম্যাচে রূপ নিয়েছে মুশফিকুর রহিমকে ঘিরে। দেশের ক্রিকেট ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে শততম টেস্ট খেলতে মাঠে নেমেছেন তিনি। বিশ্বের মাত্র ৮৪ জন ক্রিকেটারের কাতারে নাম লেখানো এই অর্জন বাংলাদেশের জন্য যেমন গর্বের, তেমনি মুশফিকের দীর্ঘমেয়াদি অবদানকেও নতুন করে মূল্যায়নের সুযোগ এনে দিয়েছে। শচীন টেন্ডুলকার ও ইমরান খানের পর এশিয়ার তৃতীয় দীর্ঘতম টেস্ট ক্যারিয়ারের মালিক হিসেবে মুশফিক এদিন ছুঁয়েছেন এক অসাধারণ মাইলফলক।
এই অর্জনের আগে থেকেই সাবেক ও বর্তমান বাংলাদেশি তারকারা শুভকামনায় ভাসিয়েছেন অভিজ্ঞ এ ব্যাটারকে। এবার তাতে যোগ দিলেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিং। আইসিসির অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় পন্টিং মুশফিকুর রহিমকে অভিনন্দন জানিয়ে বলেন, এটি এক ‘অবিশ্বাস্য অর্জন’। তার মতে, দীর্ঘ সময় ধরে উচ্চমানের ক্রিকেট খেলে যাওয়াই একজন খেলোয়াড়ের প্রকৃত মানদণ্ড, আর মুশফিক সেই পথেই নিজেকে প্রমাণ করেছেন। পন্টিং আরও জানান, ৭০–৮০–৯০ টেস্ট খেলার পর খেলোয়াড়রা উন্নতির সুযোগ পান, কিন্তু শততম টেস্টে পা রাখা সত্যিই এক অবিস্মরণীয় সাফল্য।
শততম টেস্টের দিনে মুশফিকুর রহিমকে বিশেষ সম্মাননা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আর মাঠে নেমেও তিনি নিজের ঐতিহাসিক ম্যাচটিকে স্মরণীয় করে তুলেছেন হাফ সেঞ্চুরি তুলে নিয়ে। চোখ রাখছেন তিন অঙ্কের ম্যাজিক ফিগারের দিকেও। তার এই মাইলফলক ও ফর্ম পুরো দলকে আরও উজ্জীবিত করে তুলেছে, যা বাংলাদেশ ক্রিকেটের আরেকটি স্মরণীয় দিনের সাক্ষী হয়ে থাকবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...