ছবি: সংগৃহীত।।
বিজ্ঞাপন
দিনের শেষবেলায় সবার দৃষ্টি ছিল একটি নামের দিকে—মুশফিকুর রহিম। শততম টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত এক দিনে শতকের দোরগোড়ায় পৌঁছে গিয়েও আর এক রান না পেয়ে দিন শেষ করতে হলো তাঁকে। দিনের শেষ বলে সুইপ খেলে হয়তো তিনি চেয়েছিলেন তিন অঙ্কে নাম লেখাতে, তবে ৯৯ রানে অপরাজিত থেকেই মাঠ ছাড়তে হয়েছে এই অভিজ্ঞ ব্যাটারকে। তাঁর সাথে লিটন দাসও ছিলেন অপরাজিত, ৪৭ রানে। এর আগে মুমিনুল হকের ৬৩ রানের ইনিংসে ভর করে প্রথম দিন ৪ উইকেটে ২৯২ রানে দিন শেষ করে বাংলাদেশ।
দিনের শুরুটা ছিল বেশ আশাব্যঞ্জক। টস জিতে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয় ভালো সূচনা করেন। তবে বড় ইনিংসের দেখা পাননি কেউই। দুজনই ব্যক্তিগত ৩৫ ও ৩৪ রানে আউট হন আয়ারল্যান্ডের স্পিনার অ্যান্ডি ম্যাকব্রাইনের শিকার হয়ে। অধিনায়ক নাজমুল হোসেন শান্তও পারেননি বড় স্কোর গড়তে; আট রানে আউট হন তিনিও। ম্যাকব্রাইন একাই তুলে নেন বাংলাদেশের প্রথম চারটি উইকেট।
তবে এরপর মুশফিক ও মুমিনুলের জুটিতে ইনিংস ফিরে পায় স্থিতি। মুমিনুল ফিফটি করেই আউট হলেও মুশফিক শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যান শতকের খুব কাছে গিয়ে। দিনশেষে স্কোরবোর্ডে ভরসা জাগানো ২৯২ রান, হাতে এখনও ৬ উইকেট—দ্বিতীয় দিনের জন্য আশার আলো দেখাচ্ছে বাংলাদেশ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...