Logo Logo

নিলামের আগেই অ্যালেক্স হেলসকে দলে ভেড়াল ঢাকা ক্যাপিটালস


Splash Image

ছবি: সংগৃহীত।।

বিপিএল ১২-এর নিলামের আগে অ্যালেক্স হেলসকে দলে ভেড়ালো ঢাকা ক্যাপিটালস। ফের বাংলার মাঠে ফিরে আসছেন ইংলিশ টি–টোয়েন্টি তারকা। দলে যুক্ত হয়েছেন উসমান খান, তাসকিন ও সাইফ হাসানও।


বিজ্ঞাপন


বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরিচিত ও জনপ্রিয় মুখ অ্যালেক্স হেলস আবারও ফিরছেন দেশের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে। ইংল্যান্ডের টি–টোয়েন্টি বিশ্বকাপজয়ী এই ওপেনারকে আগামী মৌসুমের জন্য দলে ভিড়িয়েছে ঢাকা ক্যাপিটালস। ২৩ নভেম্বরের নিলামের আগে তাকে দলে নিতে পেরে বড়সড় শক্তি বাড়ল শাকিব খানের নেতৃত্বাধীন এই ফ্র্যাঞ্চাইজির। গত মৌসুমেও হেলসকে দলে ভেড়ালেও তিনি শেষ পর্যন্ত খেলেছিলেন রংপুর রাইডার্সের হয়ে। এর আগে খুলনা টাইগার্স ও দুরন্ত রাজশাহীর জার্সিতেও খেলেছেন তিনি।

৩৪ বছর বয়সী হেলস ইংল্যান্ডের হয়ে ১১ টেস্ট, ৭০ ওয়ানডে ও ৭৫ টি–টোয়েন্টিতে প্রতিনিধিত্ব করেছেন। টি–টোয়েন্টিতে ৩০-এর বেশি গড় ও প্রায় ১৪০ স্ট্রাইক রেট নিয়ে তার রান সংখ্যা ২ হাজারেরও বেশি, যা তাকে বিশ্বের অন্যতম কার্যকর টি–টোয়েন্টি ব্যাটার হিসেবে পরিচিত করেছে। তাকে দলে নেওয়ার আগে ঢাকা ক্যাপিটালস চুক্তিবদ্ধ করেছে পাকিস্তানের ইন–ফর্ম ব্যাটার উসমান খানকে। পাশাপাশি স্থানীয় তারকা সাইফ হাসান ও তাসকিন আহমেদও যোগ দিয়েছেন দলে।

আগামী ১৯ ডিসেম্বর শুরু হতে যাচ্ছে বিপিএলের ১২তম আসর। এবার পাঁচ দল অংশ নিচ্ছে টুর্নামেন্টে এবং কয়েক বছর পর আবারও ফিরেছে নিলাম পদ্ধতি। সব মিলিয়ে হেলসের আগমন ঢাকার দলে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...