ছবি: সংগৃহীত।।
বিজ্ঞাপন
আসন্ন বিপিএলকে সামনে রেখে বড়সড় চমক দিলো ঢাকা ক্যাপিটালস। দলটির নতুন মেন্টর হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতার। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। গত আসরে ঢাকার মেন্টর ছিলেন পাকিস্তানেরই আরেক ক্রিকেট কিংবদন্তি সাঈদ আজমল। নতুন মৌসুমে তার জায়গায় আসছেন ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ খ্যাত শোয়েব আখতার, যিনি অবসরের পর মিডিয়া ব্যক্তিত্ব ও ক্রিকেট বিশ্লেষক হিসেবে জনপ্রিয়তা পেয়েছেন। ইউটিউবসহ নানা প্ল্যাটফর্মে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে নিয়মিত বিশ্লেষণ করে থাকেন তিনি।
এদিকে দল গঠনে আগেই জমজমাট প্রস্তুতি নিয়েছে ঢাকা ক্যাপিটালস। নিলামের আগে তাসকিন আহমেদ, সাইফ হাসান, অ্যালেক্স হেলস ও উসমান খানের মতো তারকাদের দলে ভিড়িয়েছে তারা। গেল আসরে প্রথমবারের মতো বিপিএলে নাম লিখিয়ে মাঠের বাইরে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল শাকিব খানের মালিকানাধীন এই দল। বিশেষ করে গ্যালারিতে শাকিবের উপস্থিতি এক নতুন উন্মাদনা ছড়িয়েছিল ক্রিকেট ও সিনেমাপ্রেমীদের মাঝে। যদিও মাঠের পারফরম্যান্সে সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি তারা। তবে নতুন মৌসুমে একাধিক তারকা ক্রিকেটার এবং শোয়েব আখতারের মতো অভিজ্ঞ মেন্টরকে সঙ্গে নিয়ে শক্তিশালী দল গঠনে মনোযোগী ঢাকা।
চলতি বছরের ১৯ ডিসেম্বর থেকে শুরু হতে পারে বিপিএলের ১২তম আসর, যেখানে পাঁচটি ফ্র্যাঞ্চাইজি অংশ নেবে। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হতে পারে আগামী ১৬ জানুয়ারি। তার আগে ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে খেলোয়াড়দের নিলাম। নতুন প্রস্তুতি এবং নতুন মুখ নিয়ে এবারের বিপিএলে নিজেদের সেরা রূপেই হাজির হতে চায় ঢাকা ক্যাপিটালস।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...