Logo Logo

পার্থে উইকেটের ঝড়, অ্যাশেজে প্রথম দিনে রেকর্ড ১৯ উইকেট পতন


Splash Image

ছবি: সংগৃহীত।।


বিজ্ঞাপন


পার্থে অ্যাশেজের প্রথম দিনেই নেমে এলো রোমাঞ্চের ঝড়। ইংল্যান্ডের পেসার ব্রাইডান কার্স দিনের খেলা শেষে ঠিকই বলেছিলেন—‘পয়সা উশুল!’ গতি, বাউন্স আর ধারালো বোলিংয়ের প্রদর্শনীতে দিনভর পড়েছে উইকেটের ফুলঝুরি। একদিনেই দুই দলের ১৯টি উইকেট পতন—অ্যাশেজের শতবর্ষী ইতিহাসে প্রথম দিনে সর্বোচ্চ উইকেট পড়ার নতুন রেকর্ড।

দিনের শুরুতে অস্ট্রেলিয়ার বোলারদের আগুনে স্পেলে ধসে পড়ে ইংল্যান্ড। প্যাট কামিন্স ও হ্যাজলউডকে ছাড়া আক্রমণের নেতৃত্ব নিতে নামা মিচেল স্টার্ক একাই তাণ্ডব চালান। তার বিধ্বংসী স্পেলে মাত্র ৩২.৫ ওভারে ১৭২ রানে অলআউট হয় ইংল্যান্ড, যা অ্যাশেজে ইংল্যান্ডের খেলা দ্বিতীয় সর্বনিম্ন ওভার সংখ্যা—এর চেয়ে কম ওভারে অলআউট হয়েছিল কেবল ১৮৮৭ সালে।

অল্প রানে থামলেও এরপর বল হাতে দারুণ জবাব দেয় ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার ইনিংসের দ্বিতীয় বলেই জোফরা আর্চার শূন্য রানে ফেরান অভিষিক্ত ওয়েদারাল্ডকে। এরপর নেতৃত্ব দেন অধিনায়ক বেন স্টোকস, যিনি শিকার করেন ৫ উইকেট। দিনের শেষে অস্ট্রেলিয়া ৩৯ ওভারে ৯ উইকেটে ১২৩ রানে সংগ্রহ থামায়, ইংল্যান্ডের চেয়ে ৪৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিনের খেলায় নামবে স্বাগতিকরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...