ছবি: সংগৃহীত।।
বিজ্ঞাপন
প্রথম ইনিংসে বড় রান করার পর তাইজুল ইসলামের ঘূর্ণির সামনে দাঁড়াতেই পারল না আয়ারল্যান্ড। তার সুচিন্তিত স্পিন আক্রমণে প্রথম ইনিংসে ২৬৫ রানে অলআউট হয়ে যায় অতিথিরা। ২১১ রানের বড় লিড নিয়েও ফলো-অন না করানোর সিদ্ধান্ত নেয় নাজমুল হোসেন শান্তর বাংলাদেশ।
দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম দারুণ সূচনা এনে দেন দলকে। দুজনের উদ্বোধনী জুটিতে আসে ১১৯ রান, যেখানে দুজনই তুলে নেন ব্যক্তিগত অর্ধশতক। স্বচ্ছন্দ ব্যাটিংয়ে দ্রুত রান তুলছিলেন তারা। তবে গ্যাভিন হোয়ের বলেই এলবিডব্লিউ হয়ে ফিরে যান জয়—৬টি চারে ৯১ বলে ৬০ রানের পর থামে তার ইনিংস।
দিনের শেষে ১ উইকেটে ১৫৬ রান তুলে বড় লিড আরও বাড়িয়ে নেয় স্বাগতিকরা। তৃতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের লিড দাঁড়ায় ৩৬৭ রান।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...