বিজ্ঞাপন
ফেনীর ফুলগাজী উপজেলার তারাকুচা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।এই সময় অবৈধভাবে পণ্য পরিবহনের কাজে ব্যবহৃত দুটি সিএনজি চালিত অটোরিকশা আটক করা হয়েছে।বিজিবি সূত্রে জানা যায়,গতকাল গোপন সংবাদের ভিত্তিতে ফুলগাজী সীমান্তের তারাকুচা এলাকায় একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে।টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা দ্রুত দুটি সিএনজি চালিত অটোরিকশা ফেলে সীমান্তের দিকে পালিয়ে যায়।পরবর্তীতে বিজিবি সদস্যরা সিএনজি দুটি তল্লাশি করে মোট ৪৩৯ পিস (পিসেস) ভারতীয় শাড়ী উদ্ধার করে।জব্দকৃত শাড়ী ও সিএনজিগুলোর আনুমানিক বাজার মূল্য কয়েক লক্ষ টাকা হবে বলে ধারণা করা হচ্ছে।সীমান্তের নিরাপত্তায় নিয়োজিত বিজিবি কর্মকর্তারা জানান,শুল্ক ফাঁকি দিয়ে সীমান্ত পথে অবৈধ পণ্য পাচার রোধে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে।এই ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।জব্দকৃত শাড়ী ও আটক সিএনজি দুটি বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছে।আইনি প্রক্রিয়া শেষে এগুলি শুল্ক বিভাগ অথবা সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...