Logo Logo

সাকিবকে ছাড়িয়ে চূড়ায় তাইজুল


Splash Image

ছবি: সংগৃহীত।।

বাংলাদেশের টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন তাইজুল ইসলাম। আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টে সাকিব আল হাসানকে ছাড়িয়ে ২৪৮ উইকেট নিয়ে দেশের সর্বোচ্চ টেস্ট উইকেটশিকারি হিসেবে শীর্ষে উঠেছেন এই বাঁহাতি স্পিনার।


বিজ্ঞাপন


বাংলাদেশ ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। গতকালই সাকিব আল হাসানের ২৪৬ উইকেটের রেকর্ড ছুঁয়ে ফেলার পর আজ মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে অ্যান্ড্রু বালবার্নিকে ফিরিয়ে দেশের হয়ে টেস্টে সর্বোচ্চ উইকেটশিকারি হিসেবে এককভাবে শীর্ষে উঠে আসেন তিনি। বালবার্নির পর পল স্টার্লিংকেও আউট করে নিজের উইকেটসংখ্যা দাঁড় করান ২৪৮-এ।

এর আগে আয়ারল্যান্ডের প্রথম ইনিংসে ৭৬ রানে ৪ উইকেট নিয়ে রেকর্ডের খুব কাছে পৌঁছান তিনি। ম্যাচে বাংলাদেশের ব্যাটসম্যানরা ৪ উইকেটে ২৯৭ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করলে প্রথম ইনিংসের লিড মিলিয়ে আয়ারল্যান্ডের সামনে ৫০৯ রানের বিশাল লক্ষ্য দাঁড় করায় স্বাগতিকরা।

বড় লক্ষ্য তাড়া করতে নেমেই আয়ারল্যান্ডের বিপর্যয়ের শুরু, আর সেই আঘাত হানেন তাইজুলই। ২০১৪ সালে কিংসটাউনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হওয়া এই স্পিনার এখন পর্যন্ত ৫৭টি টেস্ট খেলেছেন বাংলাদেশের হয়ে এবং ধারাবাহিক পারফরম্যান্সে নিজেকে দেশের ইতিহাসের সেরা টেস্ট বোলার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...