ছবি: সংগৃহীত।।
বিজ্ঞাপন
পার্থ টেস্টে ব্যাট হাতে ঝড় তুললেন ট্রাভিস হেড। পেসারদের স্বর্গ হিসেবে পরিচিত উইকেটে ইংল্যান্ডের বোলিং আক্রমণকে ছিন্নভিন্ন করে মাত্র ৬৯ বলে সেঞ্চুরি হাঁকান অজি ওপেনার। টেস্টের চতুর্থ ইনিংসে রান তাড়ায় এটি ইতিহাসের দ্রুততম সেঞ্চুরি। ১৬ চার ও ৪ ছক্কায় সাজানো ৮৩ বলে ১২৩ রানের আগ্রাসী ইনিংস খেলে হেড নিশ্চিত করেন অস্ট্রেলিয়ার জয়। মাত্র ২৮.২ ওভারে ২০৫ রানের লক্ষ্য তাড়া করে ৮ উইকেটের বড় জয়ে অ্যাশেজ সিরিজে এগিয়ে যায় স্বাগতিকরা। দুই দিনের মধ্যেই ইংল্যান্ডের এমন পরাজয় অ্যাশেজ ইতিহাসে শেষ দেখা গিয়েছিল ১০৪ বছর আগে, যখন ১৯২১ সালে নটিংহামে দুই দিনে জিতেছিল অস্ট্রেলিয়া।
ম্যাচজুড়ে আধিপত্য ছিল পেসারদের। প্রথম ইনিংসে ইংল্যান্ড গুটিয়ে যায় মাত্র ১৭২ রানে, তবে জবাবে অস্ট্রেলিয়া ১৩২ রানের বেশি স্কোর করতে পারেনি। দ্বিতীয় ইনিংসেও ১৬৪ রানে থেমে যায় সফরকারীরা, ফলে অজিদের সামনে দুশ পেরোনো লক্ষ্য দাঁড়ায়।
শুরুতে জ্যাক ওয়েদারল্ডের সঙ্গে হেডের ৭৫ রানের জুটি দলকে এগিয়ে নেয়। এরপর মার্নাস লাবুশেনের সঙ্গে ১১৭ রানের পার্টনারশিপ গড়ে ম্যাচ পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নেন তিনি। যদিও সেঞ্চুরির পর আর টিকতে পারেননি হেড; ব্রাইডন কার্সের বলে ওলি পোপের হাতে ক্যাচ দেন। ততক্ষণে অস্ট্রেলিয়া কার্যত জয়ের খুব কাছে। শেষ পর্যন্ত লাবুশেন (৫১*) ও অধিনায়ক স্টিভ স্মিথ দলকে জয়সূচক রান উপহার দিয়ে মাঠ ছাড়েন। হেডের ঐতিহাসিক ইনিংস অ্যাশেজের ১৪৩ বছরের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...