ছবি: সংগৃহীত।।
বিজ্ঞাপন
আয়ারল্যান্ডকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করার একেবারে দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। চার দিনের খেলা শেষে ম্যাচে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন মাত্র চার উইকেট, আর আয়ারল্যান্ডকে করতে হবে অসম্ভব এক লক্ষ্য—আরো ৩৩৩ রান।
প্রথম ইনিংসে বড় লিড নিয়ে বাংলাদেশ আয়ারল্যান্ডকে দিয়েছে ৫০৯ রানের কঠিন টার্গেট। লক্ষ্য তাড়ায় নেমে তাইজুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে দুই ওভারের ব্যবধানে অ্যান্ডি বালবির্নি ও পল স্টার্লিং ফিরে গেলে চাপের মুখে পড়ে অতিথিরা। ২৬ রানে দুই ওপেনার বিদায় নেওয়ার পর কেড কারমাইকেল ও হ্যারি টেক্টর ৫১ রানের জুটি গড়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে কারমাইকেলকে থামান হাসান মুরাদ। চা বিরতির সময় আয়ারল্যান্ডের স্কোর ছিল ৮৮/৩। টেক্টর হাফ সেঞ্চুরির পরপরই আউট হলে আরেকটি জুটি ভাঙে। এরপর কুর্টিস ক্যাম্ফার এক প্রান্ত ধরে রাখলেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আয়ারল্যান্ড। দুইবার জীবন পাওয়া স্টিফেন ডোহেনি বড় ইনিংস খেলতে না পারলেও ক্যাম্ফারের সঙ্গে ক্রিজে টিকে আছেন অ্যান্ডি ম্যাকব্রাইন।
দিনের শেষে ৬ উইকেটে ১৭৬ রানে সংগ্রহ থামে আয়ারল্যান্ডের; ক্যাম্ফার ৩৪ ও ম্যাকব্রাইন ১১ রানে অপরাজিত। এদিন তিন উইকেট নিয়ে তাইজুল ইসলাম সাকিব আল হাসানকে ছাড়িয়ে বাংলাদেশের শীর্ষ টেস্ট বোলার হিসেবে জায়গা করে নেন, মুরাদ পেয়েছেন দুটি উইকেট। এর আগে দিন শুরুতে ১ উইকেটে ১৫৬ রানে থাকা বাংলাদেশ ব্যাটিংয়ে কিছুটা ধাক্কা খেলেও মুমিনুল হক ও মুশফিকুর রহিমের ১২৩ রানের জুটিতে শক্ত অবস্থান তৈরি করে। সাদমান ইসলাম ৭৮ রান করে আউট হন, শান্ত ফেরেন এক রানে। মুমিনুল সেঞ্চুরি মিস করলেও ৮৭ রানের মূল্যবান ইনিংস খেলেন এবং মুশফিক ৫৩ রানে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত ৪ উইকেটে ২৯৭ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে আক্রমণে যায় বাংলাদেশ। এখন ম্যাচের নিয়ন্ত্রণ সম্পূর্ণ তাদের হাতেই।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...