Logo Logo

২ দিনে টেস্ট জিতে ২৪ কোটি টাকা ক্ষতি অস্ট্রেলিয়ার


Splash Image

ছবি: সংগৃহীত।।

মাত্র দুই দিনেই শেষ হওয়া পার্থ অ্যাশেজ টেস্টে ট্রাভিস হেডের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত হলেও তৃতীয় ও চতুর্থ দিনের খেলা না হওয়ায় ক্রিকেট অস্ট্রেলিয়া গুনছে প্রায় ৩ মিলিয়ন ডলার লোকসান।


বিজ্ঞাপন


অ্যাশেজের প্রথম টেস্টে মাত্র দুই দিনেই ম্যাচ শেষ হয়ে যাওয়ায় বিরল এক ঘটনার জন্ম দিয়েছে পার্থ। ১০৪ বছরে প্রথমবার অ্যাশেজের কোনো টেস্ট এত কম সময়ে শেষ হলো। ট্রাভিস হেডের রেকর্ডগতির সেঞ্চুরির সুবাদে ইংল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে সিরিজে লিড নিয়েছে অস্ট্রেলিয়া। তবে এই জয়ের আনন্দের মাঝেই বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়াকে (সিএ)। তৃতীয় ও চতুর্থ দিন না হওয়ায় অন্তত ৩ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার—বাংলাদেশি টাকায় প্রায় ২৪ কোটি—লোকসান গুনতে হচ্ছে বোর্ডকে।

পার্থে টেস্টের প্রথম দিনেই ১৯টি উইকেট পড়ার নজির গড়ে বোলাররা ছড়িয়েছেন ত্রাস। ইংল্যান্ড দুই ইনিংসে ১৭২ ও ১৬৪ রানে গুটিয়ে গেলেও অস্ট্রেলিয়াও প্রথম ইনিংসে মাত্র ১৩২ রানে অলআউট হয়। ফলে ইংলিশদের লিড দাঁড়ায় ২০৫ রান। কিন্তু দ্বিতীয় ইনিংসে ট্রাভিস হেড মাত্র ৬৯ বলে সেঞ্চুরি তুলে দলকে ২৮.২ ওভারে ৮ উইকেটের সহজ জয় এনে দেন।

ম্যাচ মাত্র দুই দিনেই শেষ হয়ে যাওয়ায় তৃতীয় দিনের টিকিট কাটা ৬০ হাজার দর্শকের মাথায় হাত। দর্শকদের প্রতি দুঃখ প্রকাশ করেছেন সেঞ্চুরিয়ান হেডও, যিনি আশা প্রকাশ করেছেন ভবিষ্যতে আবারও স্টেডিয়াম দর্শকে ভরে উঠবে। অথচ প্রথম দুই দিনে রেকর্ডসংখ্যক ১ লাখ ১৫১৪ দর্শক মাঠে এসেছিলেন, যা গত বছরের অস্ট্রেলিয়া–ভারত টেস্টের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে।

ম্যাচ শুরুর আগেই সিএ’র প্রধান নির্বাহী টড গ্রিন মজা করে জানিয়েছিলেন যে দ্রুত ম্যাচ শেষ হলে সম্প্রচার প্রতিষ্ঠান, স্পনসর, টিকিট বিক্রি—সব দিক থেকেই ক্ষতি হবে। তার ভবিষ্যদ্বাণীই সত্যি হলো। এমন পরিস্থিতি আরও কঠিন হয়ে দাঁড়িয়েছে কারণ গত মাসে বার্ষিক সভায় অস্ট্রেলিয়া বোর্ড আগেই জানিয়েছিল ১১.৩ মিলিয়ন ডলার লোকসানের কথা। যদিও নতুন মৌসুমে দর্শক উপস্থিতি ও স্পনসরশিপ বাড়ানোর আশাবাদ ব্যক্ত করেছিলেন সিএ প্রধান মাইক বেয়ার্ড।

সিরিজের রোমাঞ্চকর শুরুতে মাঠের উত্তেজনা থাকলেও আর্থিক ক্ষতির হিসাবটা তাই মানতেই হচ্ছে স্বাগতিক অস্ট্রেলিয়াকে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...