ছবি: সংগৃহীত।।
বিজ্ঞাপন
গুয়াহাটি টেস্টের দ্বিতীয় দিনে ভারতের বিপর্যয় দেখে যেন আরও একবার স্পষ্ট হলো—টেস্ট ক্রিকেট শুধু শট খেলার খেলা নয়, এটি ধৈর্য, টেকনিক ও মানসিকতার লড়াই। দ্বিতীয় দিনের শেষে সাংবাদ সম্মেলনে কুলদীপ যাদব বলেছিলেন, গুয়াহাটির উইকেট নাকি ‘রাস্তার মতো সমান’। কিন্তু সেই ‘রাস্তার মতো’ উইকেটেই ভারতীয় ব্যাটাররা পথ হারালেন চরমভাবে। যেখানে দক্ষিণ আফ্রিকা প্রায় ১২ ঘণ্টা ব্যাট করে ৪৮৯ রানের পাহাড় গড়েছে, সেখানে ভারত ব্যাট হাতে নেমে দু’ঘণ্টাও টিকতে পারল না। সেনুরান মুথুসামির দুর্দান্ত প্রথম সেঞ্চুরি ও মার্কো জানসেনের ৯৩ রানের ইনিংস দক্ষিণ আফ্রিকার ইনিংসকে সমৃদ্ধ করলেও ভারতের টপ অর্ডার থেকে মিডল অর্ডার—কাউকেই আত্মবিশ্বাসী দেখা যায়নি।
ইডেনে ইনিংস ও ২৯ রানে হারের পর ভারতের কোচ গৌতম গম্ভীর বলেছিলেন, উইকেট দোষ দিয়ে লাভ নেই, ব্যাট করা শিখতে হবে। গুয়াহাটিতেও সেই কথাই সত্য প্রমাণ করল ভারতের ব্যাটিং। লোকেশ রাহুলের উইকেট পতন দেখে মনে হয়েছে, সামান্য টার্নেই দিশেহারা তিনি। যশস্বী জয়সওয়ালও স্পিনের বাউন্স সামলাতে ব্যর্থ হলেন। আর অধিনায়ক ঋষভ পন্থ—যার অভিজ্ঞতা সবচেয়ে বড় আশার জায়গা—টেস্টের শুরুতেই ছক্কা মারার চেষ্টা করে যেন ভুলে গেলেন, এটি পাঁচ দিনের ম্যাচ, টি–টোয়েন্টি নয়। জানসেনের বলে উইকেট ছেড়ে বেরিয়ে এসে শট খেলতে গিয়ে তার আউটটি আরও বেশি হতাশাজনক।
দক্ষিণ আফ্রিকার বোলিং আক্রমণকে যে ভারত ঠিকভাবে সামলাতে পারেনি, তার প্রতিফলন দেখা গেছে দ্রুত উইকেট পতনে। পেস ও স্পিন—দুই দিক থেকেই চাপে পড়ে ধসে গেছে ভারতীয় ব্যাটিং। কুলদীপ যাদব ৪টি উইকেট নিয়ে সেরা বোলার হলেও দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের দৃঢ়তা ও ধৈর্যই বড় পার্থক্য গড়ে দিয়েছে। সিরাজ, বুমরাহ এবং জাদেজাও ২টি করে উইকেট নিলেও রান আটকাতে পারেননি খুব একটা।
সব মিলিয়ে, টেস্ট ব্যাটিংয়ের মূলভিত্তি—ধৈর্য, শট নির্বাচন ও পরিস্থিতি বোঝার ক্ষমতা—এই তিন ক্ষেত্রেই ভারতের বড় ব্যর্থতা ফুটে উঠেছে। গুয়াহাটি টেস্টের দ্বিতীয় দিনের শেষে ভারতের হতশ্রী ব্যাটিং দেখিয়ে দিয়েছে, পিচ নয়, সমস্যা ভারতীয় ব্যাটারদের টেকনিক ও মানসিকতাতেই।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...