Logo Logo

ঘরের মাঠে হোয়াইটওয়াশের শঙ্কা, গুয়াহাটিতে কোণঠাসা ভারত


Splash Image

ছবি: সংগৃহীত।।


বিজ্ঞাপন


দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে বিপদের মুখে দাঁড়িয়ে ভারত। ইডেনে মাত্র আড়াই দিনে শোচনীয়ভাবে হারের পর গুয়াহাটিতেও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রেখেছে বর্তমান টেস্ট বিশ্ব চ্যাম্পিয়ন প্রোটিয়ারা। দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকা ৭ উইকেট হাতে রেখে ৪০১ রানের লিড গড়ে ফেলায় শেষ ইনিংসে বিশাল রানের বোঝা বহন করতে হবে ঋষভ পন্তদের। এই অবস্থায় ঘরের মাঠে আরেকটি হোয়াইটওয়াশের লজ্জার সামনে দাঁড়িয়ে গৌতম গম্ভীরের ভারত।

ভারতীয় ক্রিকেট ইতিহাসে ঘরের মাঠে টেস্ট সিরিজে এখন পর্যন্ত দু’বার হোয়াইটওয়াশ হয়েছে দলটি। প্রথমবার ১৯৯৯-২০০০ মৌসুমে শচীন টেন্ডুলকারের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা দুই ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে হারিয়েছিল ভারতকে। দ্বিতীয়বার ২০২৪ সালে নিউজিল্যান্ডের কাছে রোহিত শর্মার দল ০-৩ ব্যবধানে পরাজিত হয়, তখনও দলের কোচ ছিলেন গম্ভীর। এ ছাড়াও ১৯৭৯ সালে ইংল্যান্ডের কাছে ‘গোল্ডেন জুবিলি’ টেস্ট হেরেছিল ভারত, যদিও সেটি ছিল একমাত্র ম্যাচ, তাই সিরিজ পরাজয় হিসেবে বিবেচিত হয়নি।

গুয়াহাটির দ্বিতীয় টেস্টে বর্তমান পরিস্থিতি অপরিবর্তিত থাকলে তৃতীয়বারের মতো ঘরের মাঠে টেস্ট সিরিজে চুনকাম হতে পারে ভারত। একইসঙ্গে টেস্ট ইতিহাসে প্রথম দেশ হিসেবে ভারতের মাটিতেই দু’বার সিরিজ হোয়াইটওয়াশ করে দৃষ্টান্ত স্থাপন করতে পারে দক্ষিণ আফ্রিকা। এতে শুধু ভারতের ভাবমূর্তিই ক্ষুণ্ণ হবে না, লজ্জায় পড়বেন কোচ গৌতম গম্ভীরও—কারণ তার দায়িত্বকালেই ঘরের মাঠে দুইবার হোয়াইটওয়াশ হওয়ার নজির গড়বে টিম ইন্ডিয়া।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...