Logo Logo

আশরাফুলকে এখনই ক্রেডিট দিতে চান না রাজ্জাক


Splash Image

ছবি: সংগৃহীত।।

বাংলাদেশের আয়ারল্যান্ড সিরিজে ব্যাটারদের রানে ফেরার পেছনে ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলের ভূমিকা নিয়ে মন্তব্য করেছেন টিম ডিরেক্টর আব্দুর রাজ্জাক।


বিজ্ঞাপন


বাংলাদেশ দলের সাম্প্রতিক ব্যাটিং ব্যর্থতার গ্লানি কাটতে অবশেষে আশার আলো দেখা গেছে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে। টানা কয়েকটি সিরিজে ব্যাট হাতে ব্যর্থ হলেও এবার টপ অর্ডার থেকে শুরু করে মিডল অর্ডার—সবাইই নিজেদের পুনরুদ্ধার করেছেন। ব্যাটারদের এই রানে ফেরার পেছনে নতুন ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলের ভূমিকা নিয়ে আলোচনা চলছে। প্রতিপক্ষ তুলনামূলক দুর্বল হওয়ায় এখনই তাকে কৃতিত্ব দিতে অনেকে অনিচ্ছুক হলেও অনুশীলন থেকে ম্যাচ—সব জায়গায় ব্যাটারদের সঙ্গে তার সক্রিয়ভাবে কাজ করা চোখে পড়েছে।

টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে আজ (মঙ্গলবার) বিমানবন্দরে টিম ডিরেক্টর আব্দুর রাজ্জাক বলেন, মাত্র একটি সিরিজে কাজ করে আশরাফুলের প্রভাব মূল্যায়ন করা কঠিন। তার মতে, এ ধরনের পরিবর্তনের ফল বুঝতে সময় লাগে। তবে তিনি স্বীকার করেন যে অভিজ্ঞ ক্রিকেটার আশরাফুল ব্যাটারদের সঙ্গে নিয়মিত আলোচনা করছেন, টেকনিকের পাশাপাশি ট্যাকটিকস নিয়েও কাজ করছেন। রাজ্জাকের বিশ্বাস, তার এই কাজ ইতিবাচক প্রভাব ফেলবে এবং ব্যাটারদের আরও পরিপক্ব করে তুলবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...