Logo Logo

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ, কঠিন গ্রুপে বাংলাদেশ


Splash Image

ছবি: সংগৃহীত।।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা হয়েছে। ভারত ও শ্রীলঙ্কায় আয়োজিত এই আসরে বাংলাদেশ পড়েছে কঠিন ‘সি’ গ্রুপে, যেখানে প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি।


বিজ্ঞাপন


আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর, যার আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। ইতোমধ্যেই প্রকাশ হয়েছে এই মেগা টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি, যেখানে প্রথমবারের মতো ২০টি দল অংশ নিচ্ছে। দলগুলোকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে এবং প্রতিটি গ্রুপ থেকেই সেরা দুটি দল সুপার এইটে জায়গা করে নেবে।

ঘোষিত সূচি অনুযায়ী বাংলাদেশ পড়েছে অত্যন্ত কঠিন ‘সি’ গ্রুপে। এই গ্রুপে রয়েছে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ, যারা টি-টোয়েন্টি ফরম্যাটে নিজেদের শক্তিমত্তা বহুবার প্রমাণ করেছে। এর পাশাপাশি প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকছে নেপাল ও ইতালি, যারা সাম্প্রতিক সময়ে সীমিত ওভারের ক্রিকেটে ধারাবাহিক উন্নতি দেখিয়েছে। শক্তিশালী প্রতিপক্ষদের কারণে বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ যেমন কঠিন, তেমনি বড় মঞ্চে নিজেদের প্রমাণের সুযোগও থাকবে যথেষ্ট।

টুর্নামেন্টকে সামনে রেখে দলের প্রস্তুতি, স্কোয়াড গঠন থেকে শুরু করে কৌশল নির্ধারণ—সবকিছুই এখন বাংলাদেশ দলের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এবারের আসর ক্রিকেটবিশ্বে নতুন মাত্রা যোগ করবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...