ছবি: সংগৃহীত।।
বিজ্ঞাপন
আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলাম, যেখানে এক যুগ পর আবারও প্লেয়ার্স-ড্রাফট পদ্ধতি থেকে ফিরে নিলামের আয়োজন করছে বিপিএল কর্তৃপক্ষ। প্রথমে পাঁচটি দল নিয়ে টুর্নামেন্ট শুরু করার পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে যুক্ত হয়েছে নতুন ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেস। দেশ ট্রাভেলসের মালিকানায় প্রথমবার নোয়াখালীর প্রতিনিধিত্বে দলটি অংশ নিচ্ছে বিপিএলে। নতুন দল হিসেবে তারা নিলামের আগেই ক্রিকেটার ও কোচিং স্টাফ নিয়ে শক্ত স্কোয়াড গঠনের উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও অভিজ্ঞ কোচ খালেদ মাহমুদ সুজনকে।
সরাসরি চুক্তির মাধ্যমে নোয়াখালী এক্সপ্রেস জাতীয় দলের দুই ক্রিকেটার—পেস অলরাউন্ডার সৌম্য সরকার এবং পেসার হাসান মাহমুদকে দলে ভিড়িয়েছে। গত আসরে সৌম্য খেলেছিলেন রংপুর রাইডার্সের হয়ে এবং হাসান ছিলেন খুলনা টাইটান্স দলে। এ ছাড়াও বিদেশি ক্রিকেটার হিসেবে উইকেটরক্ষক-ব্যাটার জনসন চার্লসকে যুক্ত করতে যাচ্ছে নোয়াখালী এক্সপ্রেস, যা তাদের ব্যাটিং লাইনআপকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।
এবারের বিপিএলের ১২তম আসর মাঠে গড়াবে ১৯ ডিসেম্বর, যেখানে মোট ছয়টি দল অংশ নেবে। মৌসুমের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৬ জানুয়ারি। এবারের আসরে দলগুলোর মালিকানায় কিছু পরিবর্তন এসেছে—রংপুর রাইডার্সের নতুন মালিক হয়েছে বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস, চট্টগ্রাম রয়্যালসের মালিকানা পেয়েছে ট্রায়াঙ্গাল সার্ভিস, আর রাজশাহীর মালিকানায় থাকছে নাবিল গ্রুপ। সিলেটের ফ্র্যাঞ্চাইজি পেয়েছে ক্রিকেট উইথ সামি এবং ঢাকার মালিকানা দেওয়া হয়েছে চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান)–কে।
নিলামকে কেন্দ্র করে এবার বিদেশি ক্রিকেটারদের বিপুল আগ্রহ দেখা গেছে। প্রাথমিকভাবে ৫০০ জনের বেশি বিদেশি ক্রিকেটার নিবন্ধন করলেও চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন ২৫০ জন। পাশাপাশি স্থানীয় ক্রিকেটারের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে ১৫৮ জন বাংলাদেশি খেলোয়াড়কে। সব মিলিয়ে বিপিএল ২০২৪–২৫ মৌসুমকে ঘিরে জমে উঠেছে দলগুলোর প্রস্তুতি এবং নিলামকে ঘিরে ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...