Logo Logo

৩ পরিবর্তন নিয়ে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ


Splash Image

ছবি: সংগৃহীত।।


বিজ্ঞাপন


চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন অতিথি দলটির অধিনায়ক পল স্টার্লিং। প্রথম ম্যাচে হার দিয়ে সিরিজ শুরু করায় আজকের ম্যাচে বাংলাদেশের জন্য জয়ের কোনো বিকল্প নেই। সিরিজে টিকে থাকতে হলে অবশ্যই এই ম্যাচ জিততে হবে টাইগারদের। অন্যদিকে প্রথম টি-টোয়েন্টিতে জয়ের ফলে উজ্জীবিত আয়ারল্যান্ড আজকের ম্যাচেও জয়ের ধারা ধরে রাখতে পারলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করবে।

বাংলাদেশ দল প্রথম ম্যাচের ভুলত্রুটি কাটিয়ে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে দলে এনেছে তিনটি পরিবর্তন। বাদ পড়েছেন জাকের আলি, রিশাদ হোসেন এবং শরিফুল ইসলাম। তাদের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন অলরাউন্ডার শেখ মেহেদি হাসান, অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার নুরুল হাসান সোহান এবং পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—সব বিভাগে উন্নতির প্রতিশ্রুতি নিয়ে মাঠে নেমেছে টাইগাররা। এখন দেখার বিষয়, বদলে যাওয়া একাদশ বাংলাদেশের প্রত্যাশিত জয় এনে দিতে পারে কি না।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...