Logo Logo

আফগান নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ ঘোষণা করলো যুক্তরাষ্ট্র


Splash Image

গ্রাফিক্স : ভোরের বাণী।

যুক্তরাষ্ট্র আফগান নাগরিকদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়া বন্ধের ঘোষণা দিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে বিশ্বের সকল মার্কিন দূতাবাস ও কনস্যুলার দপ্তরে এ বিষয়ে নির্দেশ পাঠিয়েছে।


বিজ্ঞাপন


বার্তায় বলা হয়েছে, আফগান নাগরিকদের জন্য অভিবাসী, অ-অভিবাসী এবং বিশেষ অভিবাসন ভিসা প্রদান বন্ধ থাকবে। পাশাপাশি, বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত আফগান নাগরিকদের ভিসাও বাতিল করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেন, “আফগান পাসপোর্টধারী সকলকে ভিসা দেওয়া বন্ধ করছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্র এবং আমাদের জনগণের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার। কোনো অবস্থাতেই আমরা নিরাপত্তার ক্ষেত্রে আপোস করব না।”

এই পদক্ষেপের পেছনের প্রেক্ষাপট হিসেবে দেখা যাচ্ছে, গত বুধবার ওয়াশিংটন ডিসিতে আফগান নাগরিক রহমানউল্লাহ লাকনওয়াল ন্যাশনাল গার্ডের দুই সদস্যের ওপর বন্দুক হামলা চালান। হামলায় দুইজন গুরুতর আহত হন, যার মধ্যে একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তদন্তে জানা গেছে, রহমানউল্লাহ লাকনওয়াল ২০২১ সালে আফগানিস্তানে মার্কিন-নেটো বাহিনীর অভিযানের সময় সিআইএ-এর এজেন্ট হিসেবে কাজ করতেন এবং তালেবান বাহিনীর ক্ষমতা পুনর্দখলের পর যুক্তরাষ্ট্রে আশ্রয় নিয়েছিলেন।

হামলার কয়েক ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা জানিয়েছে, যারা আফগান নাগরিকত্ব বা স্থায়ী বসবাসের জন্য আবেদন করেছিলেন, তাদের আবেদন বাতিল করা হয়েছে। শনিবারের নির্দেশনার মাধ্যমে ট্রাম্প প্রশাসন এই পদক্ষেপকে আরও শক্তিশালী করেছে।

২০১৯-২০২১ সালের বাইডেন প্রশাসন আফগানদের নিরাপত্তা এবং আশ্রয় প্রদানের জন্য বিশেষ ভিসা ও শরণার্থী প্রক্রিয়া চালু করেছিল। এর আওতায় ২০২১ সালে প্রায় দুই লাখ আফগান যুক্তরাষ্ট্রে এসেছিলেন। তবে ট্রাম্প প্রশাসনের ঘোষণার পর তাদের সকল ভিসাও বাতিল হয়ে গেছে।

এই বিষয়ে আফগানদের সহায়তাকারী মার্কিন অলাভজনক সংস্থা আফগান ইভ্যাকের প্রেসিডেন্ট শন ভ্যানডিভার রয়টার্সকে বলেন, “দীর্ঘদিন ধরেই ট্রাম্প প্রশাসন এই পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এখন তা বাস্তবে রূপ নিয়েছে।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...