Logo Logo

খালেদা জিয়ার সুস্থতা কামনা করে সুনামগঞ্জ ও জামালগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত


Splash Image

বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে সুনামগঞ্জে খতমে কোরআন, দোয়া মাহফিল এবং ৫ শতাধিক দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


রোববার (৩০ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ আয়োজন করা হয়।

জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান আহবায়ক কমিটির সদস্য এবং সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের উদ্যোগে দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট শেরেনুর আলী, আকবর আলী, আবুল কালাম আজাদ, নাসিম উদ্দিন লালা, নজরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমদ লিলু, পৌর বিএনপির আহবায়ক মুর্শেদ আলম, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সুহেল আহমদ, যুগ্ম আহবায়ক তফাজ্জল হোসেন, মমিনুল হক কালারচাঁন, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, সোহেল মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মুনাজ্জির হোসেন, সদস্য সচিব জাহাঙ্গীর আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল বলেন, “আমরা জিয়ার আদর্শের সৈনিক। আমাদের মাতা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ থাকায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জেলার কর্মসূচি স্থগিত করে বিভিন্ন মসজিদে খতমে কোরআন ও দোয়ার আয়োজন করছি। আমরা সবাই চাই তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও রাজনীতির মাঠে নেতৃত্ব দিন।”

তিনি সুনামগঞ্জবাসীর কাছে বেগম জিয়ার সুস্থতার জন্য দোয়া কামনা করেন।

এদিকে বিকেল পাঁচটায় জামালগঞ্জ উপজেলার সাচনাবাজার নিউমার্কেটে উত্তর ইউনিয়ন বিএনপি কার্যালয়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সাচনাবাজার জামে মসজিদের ইমাম মাওলানা মফিজুর রহমান মিলাদ পরিচালনা করেন এবং উপস্থিত সকলের সুস্থতার দোয়া শেষে শিন্নি বিতরণ করা হয়।

মিলাদ মাহফিলে অংশ নেন জামালগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক আব্দুল মালেক, সদস্য আলী আক্কাস মোরাদ, নাজিম উদ্দীন, উত্তর ইউনিয়ন বিএনপির আহবায়ক ছবর আলী, যুগ্ম আহবায়ক আবু হানিফ মিয়া, সাবেক সাধারণ সম্পাদক মইনুল ইসলাম মোহন, উপজেলা যুবদলের সভাপতি মোজাম্মেল হোসেন স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুর রহমান হিরন, বিএনপি নেতা অহেদ আলী, সফিকুল ইসলাম, সাইমুম, সাইকুল, মকবুল হোসেন প্রমুখ।

এ দুটি কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতারা বলেন, দেশব্যাপী বিএনপির নেতাকর্মীরা বেগম জিয়ার সুস্থতার জন্য দোয়া করছেন এবং তার দ্রুত আরোগ্যের মধ্য দিয়ে রাজনৈতিক অঙ্গনে স্থিতিশীলতা ফিরবে বলে তারা আশাবাদী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...