Logo Logo

আইপিএল থেকে অবসর নিলেন আন্দ্রে রাসেল, আবেগঘন বার্তায় ধন্যবাদ জানালেন শাহরুখ


Splash Image

ছবি: সংগৃহীত।।

দীর্ঘ আইপিএল ক্যারিয়ারের ইতি টেনে কেকেআরের সঙ্গে নতুনভাবে যাত্রা শুরু করলেন আন্দ্রে রাসেল। শাহরুখ খান জানালেন কৃতজ্ঞতা ও শুভেচ্ছা।


বিজ্ঞাপন


আইপিএলে দীর্ঘ ও সমৃদ্ধ ক্যারিয়ারের ইতি টানলেন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) অবিচ্ছেদ্য অংশ হয়ে যাওয়া আন্দ্রে রাসেল। ২০২৬ আসরের আগে তিনবারের চ্যাম্পিয়নরা তাকে ছেড়ে দেওয়ার পর নিজেই আইপিএল থেকে অবসরের ঘোষণা দেন ক্যারিবীয় এই অলরাউন্ডার। ব্যাট-বল তুলে রাখলেও কেকেআরের সঙ্গে সম্পর্ক ছিন্ন হচ্ছে না তার। নতুন ভূমিকায় ‘পাওয়ার কোচ’ হিসেবে দলটির সাপোর্ট স্টাফে যোগ দিচ্ছেন তিনি।

রাসেলের অবসরের খবরে আবেগাপ্লুত হয়েছেন কেকেআর কর্ণধার বলিউড তারকা শাহরুখ খান। সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় রাসেলকে ধন্যবাদ জানিয়ে শুভকামনা জানিয়েছেন তিনি। শাহরুখ লিখেছেন, ‘দুর্দান্ত স্মৃতির জন্য ধন্যবাদ, আন্দ্রে। আমাদের উজ্জ্বল বর্ম পরা নাইট। কেকেআরে তোমার অবদান বইয়ে লেখা থাকবে। এখান থেকেই তোমার ক্রীড়াজীবনের নতুন অধ্যায়ের সূচনা। তুমি এবার আমাদের পাওয়ার কোচ—বেগুনি-সোনালি জার্সিধারী ছেলেদের জ্ঞান ও শক্তিতে সমৃদ্ধ করবে।’ তিনি আরও যোগ করেন, ‘অন্য কোনও জার্সিতে তোমাকে কল্পনাই করা যায় না। মাসল রাসেল, তোমাকে ভালোবাসি।’

২০১৪ সালে কেকেআর দলে যোগ দেওয়ার পর থেকেই রাসেল ছিলেন দলের অন্যতম নির্ভরযোগ্য পারফরমার। শক্তিশালী ব্যাটিং, বিধ্বংসী হিটিং এবং গুরুত্বপূর্ণ সময়ে বল হাতে অবদান—সব মিলিয়ে কলকাতার সাফল্যের বড় অংশ জুড়ে ছিল তার নাম। তবে গত দুই মৌসুম আইপিএলে তার ফর্ম নিয়ে প্রশ্ন ওঠে। শেষ পর্যন্ত দল পুনর্গঠনের কৌশলের অংশ হিসেবে নিলামের আগে তাকে ছেড়ে দেয় ফ্র্যাঞ্চাইজিটি। প্রিয় দলের বিপক্ষে মাঠে নামতে না চাওয়ায় আইপিএল থেকেই অবসরের সিদ্ধান্ত নেন ক্যারিবীয় তারকা। ফলে খেলোয়াড় হিসেবে পথচলার অবসান হলেও নতুন দায়িত্বে আবারও কেকেআরের সঙ্গেই থাকছেন আন্দ্রে রাসেল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...