Logo Logo

বিপিএল নিলামে সর্বোচ্চ দাম পাওয়া ১০ ক্রিকেটার


Splash Image

ছবি: সংগৃহীত।।


বিজ্ঞাপন


বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের পর্দা উঠবে আগামী ২৬ ডিসেম্বর। তার আগে রবিবার (৩০ নভেম্বর) অনুষ্ঠিত হলো খেলোয়াড় নিলাম, যেখানে ফ্র্যাঞ্চাইজিগুলো পছন্দের ক্রিকেটারদের দলে টানতে প্রতিযোগিতায় নামে। এবারের নিলামে ১৪৭ জন স্থানীয় ক্রিকেটার নিবন্ধন করলেও দল পেয়েছেন ৭৩ জন। অন্যদিকে ২৬০ জন বিদেশি ক্রিকেটার তালিকায় থাকলেও নিয়ম অনুসারে প্রতিটি দল বাধ্যতামূলকভাবে দুজন করে বিদেশি খেলোয়াড় কিনেছে—ফলে নিলাম থেকে মোট ১২ জন বিদেশি ক্রিকেটার দল পেয়েছেন।

নিলামের সবচেয়ে দামি ক্রিকেটার হয়েছেন বাঁহাতি ওপেনার নাইম শেখ। তাকে টানতে চট্টগ্রাম রয়্যালস, রংপুর রাইডার্স ও সিলেট টাইটান্সের মধ্যে ত্রিমুখী লড়াই হয়। শেষ পর্যন্ত ১ কোটি ১০ লাখ টাকায় নাইমকে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম। দ্বিতীয় সর্বোচ্চ দাম পেয়েছেন তাওহীদ হৃদয়। ৩৫ লাখ টাকা ভিত্তিমূল্যের এই ব্যাটারকে দলে নিতে রংপুর রাইডার্সের খরচ হয়েছে ৯২ লাখ টাকা। তৃতীয় সর্বোচ্চ দামি ক্রিকেটার উইকেটকিপার ব্যাটার লিটন দাস, যাকে ‘এ’ ক্যাটাগরি থেকে ৭০ লাখ টাকায় দলে নেয় রংপুর।

শীর্ষ তিনজন ছাড়াও নিলামে সেরা দশ দামি ক্রিকেটারের তালিকায় রয়েছেন—মোহাম্মদ সাইফউদ্দিন (৬৮ লাখ), তানজিম হাসান সাকিব (৬৮ লাখ), নাহিদ রানা (৫৬ লাখ), শামীম পাটোয়ারী (৫৬ লাখ), মোহাম্মদ মিঠুন (৫২ লাখ), হাবিবুর রহমান সোহান (৫০ লাখ) এবং সৈয়দ খালেদ আহমেদ (৪৭ লাখ)।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...