বিজ্ঞাপন
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ রায়হান গফুর। তিনি আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন ঘোষণা করেন এবং অংশগ্রহণকারী সদস্যদের দায়িত্বশীলতা, নিরপেক্ষতা ও মানবিকতার সঙ্গে নির্বাচনি দায়িত্ব পালনের আহ্বান জানান।
ফরিদপুর জেলার বিভিন্ন থানা ও ইউনিট থেকে আগত মোট ৫০ জন পুলিশ সদস্য এই ব্যাচে প্রশিক্ষণ গ্রহণ করছেন। প্রশিক্ষণে নির্বাচনি দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদার আচরণ, জনগণের আস্থা অর্জন, আইন প্রয়োগে মানবিক দৃষ্টিভঙ্গি এবং শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতকরণে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ফরিদপুর জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক- পার্থ প্রতিম ভদ্র, ফরিদপুর।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...