বিজ্ঞাপন
মঙ্গলবার (২ ডিসেম্বর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নেয় আয়ারল্যান্ড। পল স্টার্লিংয়ের দল ম্যাচের শুরুতে ভালো ছন্দ পেলেও পরে নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ১৯ ওভার ৫ বলেই ১১৭ রানে অলআউট হয় অতিথিরা।
আইরিশদের পক্ষে অধিনায়ক স্টার্লিং ২৭ বলে সর্বোচ্চ ৩৮ রান করেন এবং জর্জ ডকরেল যোগ করেন ২৩ বলে ১৯ রান। বাংলাদেশের হয়ে রিশাদ হোসেন ও মোস্তাফিজুর রহমান দাপুটে বোলিংয়ে তুলে নেন ৩টি করে উইকেট।
১১৮ রানের স্বল্প লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান। উদ্বোধনী জুটিতে আসে ৩৮ রান। তবে ১৪ বলে ১৯ রান করে সাজঘরে ফেরেন সাইফ। পরের ব্যাটার অধিনায়ক লিটন দাসও সুবিধা করতে পারেননি—৬ বলে ৭ রান করেই ফিরে যান তিনি।
এরপর ক্রিজে নেমে ওপেনার তানজিদকে দারুণ সঙ্গ দেন পারভেজ ইমন। দুজনের ধারাবাহিক ব্যাটিংয়ে সহজ হয়ে যায় জয়ের পথ। আগ্রাসী ব্যাটিংয়ে মাত্র ৩৫ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১১তম ফিফটি তুলে নেন তানজিদ তামিম। শেষ পর্যন্ত ৩৮ বল হাতে রেখে তারা দুজনই অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।
তানজিদ তামিম ৩৬ বলে ৫৫* এবং পারভেজ ইমন ২৬ বলে ৩৩* রানে অপরাজিত থাকেন। আয়ারল্যান্ডের পক্ষে ইয়োং ও হ্যারি টেক্টর একটি করে উইকেট নেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...