Logo Logo

অ্যাশেজে নতুন চমক: চোখের নিচে কালো টেপে স্মিথ


Splash Image

ছবি: সংগৃহীত।।


বিজ্ঞাপন


অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টে ব্যাট হাতে নতুন রূপে দেখা যেতে পারে অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ব্যাটার স্টিভেন স্মিথকে। তার চোখের নিচে দেখা গেছে বিশেষ ধরনের কালো টেপ, যা দেখলে যে কারও মনে পড়তে পারে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ওপেনার শিবনারায়ণ চন্দরপলের কথা। খেলার সময় চোখের নিচে কালো টেপ ব্যবহার করতেন চন্দরপল, এবার সেই দৃশ্যই স্মরণ করিয়ে দিলেন স্মিথ। চোখের নিচের এই কালো টেপকে ক্রিকেটে বলা হয় ‘অ্যান্টি গ্লেয়ার স্ট্রিপস’ বা ‘আই ব্ল্যাকস’। আলোর প্রতিফলন কমাতে এবং বল দেখার সুবিধা বাড়াতে এটি ব্যবহার করেন খেলোয়াড়রা।

আগামী বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গ্যাবায় শুরু হচ্ছে দিবারাত্রির গোলাপি বলের টেস্ট। ফ্লাডলাইটে অতিরিক্ত আলো থেকে চোখে ঝলক বাড়তে পারে—এই সমস্যাই কমাতে নতুন এই প্রস্তুতি নিয়েছেন অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত অধিনায়ক। যদিও ক্রিকেটে এ ধরনের টেপ খুব কম দেখা যায়, ফুটবল ও বেসবলের মতো আমেরিকান খেলায় এটি বহুল ব্যবহৃত। ১৯৩০-এর দশকে বেসবলের বেব রুথ থেকে শুরু করে এনএফএল তারকা টম ব্রাডিও নিয়মিতভাবে আই ব্ল্যাকস ব্যবহার করেছেন।

স্মিথের এই উদ্যোগ নিয়ে সতীর্থ মার্নাস ল্যাবুশেন বলেন, ‘অবশ্যই এর পেছনে কারণ আছে। আমি খুব গভীরে যাইনি, তবে মনে করি এটি আলো কমাতে সহায়তা করে এবং বল দেখা সহজ হয়। বৈজ্ঞানিকভাবে কতটা প্রমাণিত জানি না। তবে যদি স্মিথ এতে আত্মবিশ্বাস পায়, তাহলে আমি চাই ও চন্দরপলের মতোই মাঠে আধিপত্য দেখাক।’

দিন-রাতের টেস্টে স্মিথের পরিসংখ্যান তুলনামূলকভাবে কম উজ্জ্বল। অস্ট্রেলিয়ার হয়ে ১৩টি গোলাপি বলের টেস্টে তার গড় ২৪ ইনিংসে মাত্র ৩৭-এর একটু বেশি, যেখানে লাল বলে তার গড় ৬০-এর উপরে এবং শতকের সংখ্যা ৩৫। পারফরম্যান্সের এ পার্থক্যই তাকে বাড়তি প্রস্তুতির পথে নিয়ে গেছে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকেরা। নতুন এই কৌশল স্মিথকে কতটা সহায়তা করবে, তা জানা যাবে গ্যাবা টেস্টের মাঠেই।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...