ছবি: সংগৃহীত।।
বিজ্ঞাপন
২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতিতে আরও মনোযোগী হচ্ছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ইতোমধ্যে মূল পর্ব নিশ্চিত করা সেলেসাওরা শেষ সময়ে দল গোছানোর কাজে ব্যস্ত। বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেতে হলে খেলোয়াড়দের শতভাগ ফিট ও ফর্মে থাকা আবশ্যক—এমনই কঠোর বার্তা দিয়েছেন দলের কোচ কার্লো আনচেলত্তি। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, যারা ম্যাচ খেলার উপযোগী এবং পুরোপুরি প্রস্তুত, তারাই আগামী বছরের বিশ্বকাপে জায়গা পাবেন।
আনচেলত্তির এই মন্তব্য বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে দলের অন্যতম বড় তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে ঘিরে। সাম্প্রতিক সময়ে কিছু চোট সমস্যায় ভুগলেও তাকে ঘিরে প্রত্যাশা বিরাট। তবে কোচের শর্ত হলো—ফিটনেসে ছাড় নয়। ভিনির মতো খেলোয়াড়কেও শতভাগ ফিট না হলে বিশ্বকাপ দলে জায়গা দেওয়া হবে না। এর আগেও গত অক্টোবরে নেইমারকে উদ্দেশ্য করেও একই সতর্ক বার্তা দিয়েছিলেন অভিজ্ঞ এই কোচ। তিনি জানিয়েছিলেন, ফিটনেস ফিরে পেলেই নেইমার ফিরতে পারবেন জাতীয় দলে।
ব্রাজিলের স্থানীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে আনচেলত্তি বলেন, দলে অনেক বিশ্বমানের খেলোয়াড় থাকলেও চূড়ান্ত স্কোয়াড বাছাইয়ের ক্ষেত্রে অগ্রাধিকার থাকবে যারা পুরোপুরি ফিট। তিনি বলেন, “এটা শুধু নেইমারের জন্য নয়, ভিনিসিয়ুসের ক্ষেত্রেও প্রযোজ্য। যদি ভিনি ৯০ শতাংশ ফিট থাকে, আর আরেকজন শতভাগ ফিট থাকে—তাহলে আমি শতভাগ ফিট খেলোয়াড়কেই নেবো। বিশ্বকাপে আমাদের সর্বোচ্চ পর্যায়ের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দলই নামাতে হবে, বিশেষ করে আক্রমণভাগে।”
আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় এই আসর। প্রস্তুতির অংশ হিসেবে আগামী বছরের ২৩ থেকে ৩১ মার্চ আন্তর্জাতিক উইন্ডোতে বস্টনে অনুশীলন ম্যাচে ফ্রান্সের মুখোমুখি হবে ব্রাজিল।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...