Logo Logo

নিয়োগ বিধির দাবিতে জামালগঞ্জে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি


Splash Image

সুনামগঞ্জের জামালগঞ্জে নিয়োগ বিধি প্রণয়ন ও বাস্তবায়নের দাবিতে পরিবার পরিকল্পনা বিভাগের মাঠপর্যায়ের কর্মীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন।


বিজ্ঞাপন


মঙ্গলবার সকাল ১১টা থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ কর্মসূচি শুরু হয়। এতে পরিবার কল্যাণ সহকারী, পরিবার পরিকল্পনা পরিদর্শকসহ বিভিন্ন পদমর্যাদার শতাধিক কর্মী অংশ নেন।

মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন সাচনাবাজার ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ মঈনুল ইসলাম, বেহেলী ইউনিয়নের পরিদর্শক সৈকত তালুকদার, ভীমখালী ইউনিয়ন পরিদর্শক মহিনুর আলম, ফেনারবাক ইউনিয়নের পরিদর্শক শ্রীকান্ত সরকার, পরিবার কল্যাণ সহকারী বাসন্তী তালুকদার, রুমা রাণী চৌধুরী, দিপালী চক্রবর্তী, সালমা বেগম, মিতা রানী রায় ও জয়ন্তী রানী দাসসহ আরও অনেকে।

বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে পরিবার পরিকল্পনা বিভাগে সুনির্দিষ্ট নিয়োগ নীতিমালা না থাকায় পদোন্নতি, বেতন বৈষম্য ও কর্মক্ষেত্রের উন্নয়ন স্থবির হয়ে আছে। এতে মাঠপর্যায়ের হাজারো কর্মী হতাশায় ভুগছেন। বক্তারা অবিলম্বে যুগোপযোগী নিয়োগ বিধি প্রণয়ন ও কার্যকর বাস্তবায়নের দাবি জানান।

অংশগ্রহণকারীরা আরও বলেন, মাঠপর্যায়ে পরিবার পরিকল্পনা সেবা নিশ্চিত করতে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কিন্তু কাঠামোগত সংকট, কর্মী সংকট ও নীতিমালা শূন্যতার কারণে কাজের গতি বাধাগ্রস্ত হচ্ছে। দ্রুত দাবিগুলো বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।

কর্মসূচি শেষে নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দাবিনামা সংবলিত একটি স্মারকলিপি জমা দেন। তারা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধাপে ধাপে কর্মসূচি চলবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...