ছবি: সংগৃহীত।।
বিজ্ঞাপন
ভারতের আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যবহৃত নতুন জার্সি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে। ভারতীয় দলের সাবেক অধিনায়ক এবং আগামীর বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসিডর রোহিত শর্মা মাঠে বিশেষ আয়োজিত অনুষ্ঠানে জার্সিটি প্রকাশ করেন।
তার নেতৃত্বেই ভারত গত টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা জিতেছিল। জার্সি উন্মোচন অনুষ্ঠানে রোহিতের সঙ্গে উপস্থিত ছিলেন উদীয়মান ভারতীয় ব্যাটার তিলক ভার্মা, যিনি গত এশিয়া কাপে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। অনুষ্ঠানে আরও ছিলেন বিসিসিআইয়ের সচিব দেবজিৎ শইকীয়া। রোহিত শর্মা স্মৃতিচারণা করে বলেন, ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর আবার শিরোপা জিততে ১৫ বছরেরও বেশি অপেক্ষা করতে হয়েছে, যা ছিল দীর্ঘ ও চ্যালেঞ্জে ভরা এক পথচলা।
তিনি আশা প্রকাশ করেন, আসন্ন বিশ্বকাপ ভারতের মাটিতে অনুষ্ঠিত হওয়ায় প্রতিযোগিতা আরও রোমাঞ্চকর হবে এবং দল তাদের সর্বোচ্চ উজাড় করে দেবে। ভারত–দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ভারতের ইনিংস শেষ হওয়ার পর মাঠেই অনুষ্ঠিত হয় এই জার্সি উন্মোচন পর্ব। কিট স্পনসর প্রতিষ্ঠান রোহিত ও তিলকের হাতে নতুন বিশ্বকাপ জার্সি তুলে দেয়। এদিকে টি-টোয়েন্টি দলের বর্তমান অধিনায়ক সূর্যকুমার যাদব সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মুম্বইয়ের হয়ে ব্যস্ত থাকায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...